Kunal Ghosh: হাতেখড়ি ঘিরে তরজা অব্যাহত! কুণালের কটাক্ষ, 'রাজভবনকে মামাবাড়ি ভাবছিল ওরা'
- Published by:Suvam Mukherjee
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Kunal Ghosh: রাজ্যপালের দিল্লি সফর ঘিরে রাজনৈতিক বচসা দুই তরফেই তীব্র হয়েছে।
কলকাতা: রাজভবনের হাতেখড়ি পর্বকে ঘিরে রাজনৈতিক তরজা অব্যাহত। এরই মধ্যে রাজ্যপালের দিল্লি সফর ঘিরে সেই রাজনৈতিক আলোচনা দুই তরফেই তীব্র হয়েছে। হাতেখড়ি পর্ব মিটতেই, রাজ্যপালের দিল্লি সফর নিয়ে নানা মহল নানা ব্যাখ্যা দিচ্ছে।
বিজেপির একাংশ একে জরুরি তলব বলেই মনে করছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, গোটাটাই পূর্ব পরিকল্পিত সফর। ইচ্ছা করে এই বিষয় নিয়ে প্রচার চলছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, "রাজ্যপালের দিল্লি সফর পূর্ব নির্ধারিত কর্মসূচি। তা গোপন করে যাঁরা অন্য গল্প দিচ্ছেন এবং তলবজনিত চিত্রনাট্য লিখছেন, সেটা উদ্দেশ্যপ্রণোদিত। রাজভবনের উপর চাপের অপচেষ্টা বিজেপি চালাচ্ছে সেটা ঠিক। কিন্তু রাজ্যপালকে তলবের গল্প রটিয়ে দিল্লির দাদাগিরি প্রতিষ্ঠা যেন না করা হয়।"
advertisement
advertisement
অন্যদিকে রাজভবনে রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠানে হাজির ছিলেন না বিজেপির কোনও নেতাই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইট করে তাঁর অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করেছেন। কেন তিনি থাকবেন না তাঁর একাধিক বিষয় তাতে উল্লেখ হয়েছে। বিশেষ করে রাজভবনে রাজ্যপালের সচিবের ভূমিকাও সেই ট্যুইট বিবৃতিতে রয়েছে। এমনকি দিলীপ ঘোষ 'ভুল মাষ্টারের কাছে হাতেখড়ি' বলেও উল্লেখ করেছেন।
advertisement
এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, "অসভ্য। ঈর্ষাপরায়ণ। ধনকড়ের সময় বিজেপির রাজনৈতিক কাজের অফিস বানিয়েছিল রাজভবনকে, তখন সম্মানের কথা মনে পড়েনি? রাজ্যপাল বাংলা শিখতে চেয়েছেন। বঙ্গবাসী ও বঙ্গভাষীর তাঁকে শুভেচ্ছা জানানো উচিত। সকলেই জানাচ্ছেনও। একমাত্র বঙ্গের বিশ্বাসঘাতকরাই এনিয়ে রাজনীতি করতে পারে।"
advertisement
তিনি আরও বলেন, "রাজ্যপালকে অপমান। বাংলা ভাষার প্রতি রাজ্যপালের আন্তরিক মনোভাবকে অসম্মান করল এই অসভ্য।
পাশাপাশি এক কৃতী দক্ষ যোগ্য মহিলা আইএএসকে অপমান করল, চাপ দেওয়ার, ভয় দেখানোর চেষ্টা করল। নিন্দা করছি। রাজভবনটাকে মামারবাড়ি ভাবছিল। নিরপেক্ষ রাজ্যপালকে কি জোর করে, চাপ দিয়ে বিজেপির অনুকূলে পক্ষপাতদুষ্ট করার চেষ্টা চলছে? গণতন্ত্রকে প্রহসনে পরিণত করতে আর কিছুই বাকি রাখছে না বিজেপি। যেসব কথা শোনা যাচ্ছে তা সত্যি হলে চরম আপত্তিকর। বাংলার মানুষ লক্ষ্য রাখছেন। আবার উপযুক্ত জবাব পাবে বিজেপি।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 27, 2023 9:41 AM IST