North 24 Parganas News: হুইল চেয়ার বসেই তলোয়ারবাজি! এশিয়ান গেমস চ্যাম্পিয়নের স্বপ্ন বাংলার ছেলের
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Sundarban News- হুইল চেয়ার বসেই তলোয়ারবাজি! এশিয়ান গেমস চ্যাম্পিয়নের স্বপ্ন সুন্দরবনের আহম্মাদের। হুইল চেয়ার ফেন্সিং গেমসে পথ দেখাচ্ছে এবার সুন্দরবনও।
উত্তর ২৪ পরগনা: হুইল চেয়ার বসেই তলোয়ারবাজি! এশিয়ান গেমস চ্যাম্পিয়নের স্বপ্ন সুন্দরবনের আহম্মাদের। হুইল চেয়ার ফেন্সিং গেমসে পথ দেখাচ্ছে এবার সুন্দরবনও।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখার চৈতল চরপাড়া এলাকার বছর ২৫ এর যুবক আহম্মাদ গাজী। ইতিমধ্যে ওড়িষার ভুবনেশ্বরে আয়োজিত হওয়া প্যারা ফেন্সিং প্রতিযোগিতায় ব্রোঞ্জ পাদক পাওয়ার পর এবার মূল লক্ষ্য ২০২৬ সালে আয়োজিত হওয়া জাপানে এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হওয়া।
সুন্দরবন এলাকার প্রত্যন্ত গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা আহম্মাদ দেশজয়ের পর এবার আরও বড় স্বপ্ন দেখছে। উল্লেখ্য, এর আগে আহম্মাদ গাজীর অধিনায়কত্বে কেরালায় আয়োজিত হওয়া ১২ তম ন্যাশনাল ড্রাগন বোর্ড চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার এবং ২০০ মিটার প্যারা ড্রাগন বোট রেসে চ্যাম্পিয়নের শিরোপা পেয়েছিল বাংলা।
advertisement
advertisement
নুন আনতে পান্তা ফুরায় পরিবারে বৃদ্ধ বাবা-মা ও দাদাদের নিয়ে তাঁর পুরো পরিবার। বিশেষভাবে সক্ষম হয়েও ইট-ভাটায় ইট বয়ে, কখনও মাছ ধরে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় একচিলতে ঘরে বাবা-মা, বোনকে নিয়ে কোনওক্রমেই সংসারের হাল টেনে নিয়ে যান বছর ২৫-এর আহম্মাদ।
আরও পড়ুন- গ্রামের HS পাশ বৌমার হাত ধরে শিক্ষিত হচ্ছে খুদে পড়ুুয়ারা,ছড়াচ্ছে শিক্ষার আলো,জানেন কে?
তাঁর জীবনে এক বড় ঝড় নেমে আসে ২০১৫ সালে একটি ট্রাক দুর্ঘটনার পর। পা হারান আহম্মাদ। পা হারানোর পর ভেঙে পড়েনি, বরং প্রতিবন্ধাকে জয় করে ভ্যান, সাইকেল চালানো, পড়াশুনার পাশাপাশি সাঁতার শিখতে থাকেন। বাংলার ছেলের বিশ্বজয়ের স্বপ্ন থাকলেও দরিদ্র পরিবার থেকে জাপানে খেলায় অংশগ্রহণ করবেন কীভাবে, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা ও হতাশা।
advertisement
সরকারি উদ্যোগে কিংবা কোনও স্পনসর পেলে তবেই জাপানে যেতে পারবেন বলে জানান আহম্মদ। তবে এখন তাঁর লক্ষ্য একটাই, বিশ্ব জয়ের খেতাব আনতে জাপানে আয়োজিত হওয়া এশিয়ান গেমসে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 17, 2025 7:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: হুইল চেয়ার বসেই তলোয়ারবাজি! এশিয়ান গেমস চ্যাম্পিয়নের স্বপ্ন বাংলার ছেলের