East Bardhaman News: বিশ্ব বাইসাইকেল দিবসের আগে পরিবেশ বার্তা ছড়াতে বিশাল সাইকেল যাত্রা বর্ধমানে

Last Updated:

বর্ধমান শহরে আয়োজিত হল সবথেকে বড় সাইকেল র‍্যালি। শহরের রাস্তায় সাইকেল নিয়ে দাপিয়ে বেড়ালেন বহু মানুষ।

+
সাইকেল

সাইকেল র‍্যালি 

বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে আয়োজিত হল সবথেকে বড় সাইকেল র‍্যালি। শহরের রাস্তায় সাইকেল নিয়ে ঘুরে বেড়ালেন বহু মানুষ। মূলত বিশ্ব বাইসাইকেল দিবসের প্রাক্কালে পরিবেশ সংরক্ষণ ও সুস্থায়ী পরিবেশ ও সুস্বাস্থ্যের বার্তা ছড়িয়ে দিতে এই র‍্যালির আয়োজন করা হয়েছিল। পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ দফতর অধীনস্থ ‘মাই ভারত ও ফিট ইন্ডিয়া’-সহ বিভিন্ন বেসরকারি সংস্থার সহযোগিতায় বর্ধমানে রবিবার এই র‍্যালি অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে বর্ধমান শহরের কোর্ট কম্পাউন্ড থেকে শুরু হয়ে বড়নীলপুর মোড় ঘুরে সংস্কৃতি লোকমঞ্চের সামনে এই সাইকেল যাত্রা শেষ হয়।
এই বিষয়ে স্টার্ট আপ ফাউন্ডেশন এবং পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাবের সেক্রেটারি সন্দীপন সরকার বলেন, “সাইকেল চালানো ভাল। প্রত্যেকদিন যদি ৩০ মিনিট করে সাইকেল চালানো যায় সেটা শরীরের জন্য ভীষণ ভাল। পয়সা খরচ করে ইলেকট্রিক সাইকেল না কিনে প্যাডেল করে সাইকেল চালালে সেটা অনেক ভাল হবে।” আধুনিকতার যুগে এখন অনেকেই সাইকেল চালানো প্রায় ভুলেই গিয়েছে।
advertisement
advertisement
বাজারে নতুন করে জায়গা দখল করেছে ইলেকট্রিক সাইকেল। তবে, বাংলা সাইকেলের এক আলাদাই গুরুত্ব রয়েছে। প্রতিনিয়ত অল্প কিছুটা সময়ের জন্য যদি সাইকেল চালানো যায় তাহলে অনেক শারীরিক উপকারিতাও পাওয়া যাবে। সাইকেলের ঐতিহ্য এবং গুরুত্ব সকলের সামনে নতুন করে তুলে ধরার জন্য এই র‍্যালির গুরুত্ব অনেকটাই।
advertisement
‘স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার’ জেলা সমন্বয়কারী লালহুন হুলওয়া বলেন, “সাইকেল চালানো দরকার, ফিটনেস মেনটেন করতে হবে। আমি সবাইকে বলব সাইকেল চালান এবং সুস্থ থাকুন।”
২১৯ জন কিশোর , ১৪৭ জন মহিলা সহ সর্বমোট ৬৩৯ জন অংশ নেয় এই সাইকেল যাত্রায়। বিভিন্ন স্কুল কলেজের এন.সি.সি , এন.এস.এস সদস্যরা সহ সমাজের বিভিন্ন স্তরের বহু সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সাইকেল যাত্রার উদ্বোধন করেন জেলা পুলিশের এক আধিকারিক পার্থ রায়। জানা গিয়েছে আগামী দিনেও প্রত্যেক রবিবার এ হেন সাইকেল র‍্যালির আয়োজন করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: বিশ্ব বাইসাইকেল দিবসের আগে পরিবেশ বার্তা ছড়াতে বিশাল সাইকেল যাত্রা বর্ধমানে
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement