দিলীপ ঘোষের সফর ঘিরে রণক্ষেত্র সোদপুর, পরিস্থিতি সামলাতে নামে র্যাফ
Last Updated:
বিজেপি রাজ্য সভাপতির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাণ্ডব চালায়। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতির পাল্টা দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বেই এই গোলমাল।
#সোদপুর: দিলীপ ঘোষের সফর ঘিরে রণক্ষেত্র সোদপুর। ঘোলায় বিজেপি পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে। সেখানেই যাওয়ার কথা ছিল বিজেপি রাজ্য সভাপতির। দিলীপ ঘোষ যাওয়ার আগেই বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা। কালো পতাকা হাতে গো ব্যাক দিলীপ ঘোষ স্লোগান দিতে থাকেন তাঁরা। পাল্টা এলাকায় মিছিল করেন বিজেপি কর্মীরা।
এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরপর কয়েকটি দোকান ও বাইক ভাঙচুর করা হয়। পরিস্থিতি সামলাতে নামে র্যাফ। বিজেপি রাজ্য সভাপতির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাণ্ডব চালায়। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতির পাল্টা দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বেই এই গোলমাল। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। বিক্ষোভের জেরে কর্মসূচি বাতিল দিলীপের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
November 30, 2019 2:27 PM IST