প্রাইমারি টেট কাউন্সেলিং নিয়ে অনিয়মের অভিযোগে বিক্ষোভ, নতুন প্যানেল প্রকাশের দাবি
Last Updated:
ফের প্রাথমিকের নিয়োগ নিয়ে অসন্তোষ ৷
#পুরুলিয়া: ফের প্রাথমিকের নিয়োগ নিয়ে অসন্তোষ ৷ সংরক্ষণের আওতাভুক্ত পরীক্ষার্থীদের সংরক্ষণ না দিয়ে নিয়োগে বঞ্চিত করার অভিযোগে বিক্ষোভে সামিল পরীক্ষার্থীরা ৷ প্রাইমারি টেট কাউন্সেলিং নিয়ে অনিয়মের অভিযোগ তুলে জেলা শিক্ষা ভবনে বিক্ষোভ দেখালেন চাকুরীপ্রার্থীরা ৷
শুক্রবার নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তুলে জেলা প্রাথমিক শিক্ষা সংসদে বিক্ষোভ দেখালেন ওবিসি বি ক্যাটাগরির প্রাথমিক টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা ৷ এর জেরে বন্ধ হয়ে যায় প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিং ৷ সমস্যায় পড়েন কাউন্সেলিংয়ে আসা পরীক্ষার্থীরা ৷
সংরক্ষণ কোটায় চাকরি না দেওয়ার অভিযোগে পুরুলিয়া হাসপাতাল রোডে অবরোধ করে জেলা শিক্ষা ভবনে বিক্ষোভ দেখায় টেট উত্তীর্ণ ওবিসি চাকরিপ্রার্থীরা ৷ সকাল থেকে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের গেট বন্ধ করে বিক্ষোভ অবস্থান শুরু করেন তারা ৷ ওবিসি বি ক্যাটাগরির এই টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিযোগ, সংবিধান না মেনে সংরক্ষিত প্রার্থী দের বঞ্চিত করে নিয়োগ চালাচ্ছে শিক্ষা সংসদ। এদিন বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে এই প্যানেল বাতিল করে স্বচ্ছ প্যানেল তৈরি নতুন করে নিয়োগ শুরু করুক সংসদ।
advertisement
advertisement
বিক্ষোভের গন্ডি এরপর শিক্ষা দফতরের সীমানা ছাড়িয়ে পৌঁছায় জেলা শাসকের দফতরে ৷ বিক্ষোভে সামিল সফল ওবিসি চাকুরিপ্রার্থীরা ৷ প্রশাসনের কাছ থেকে সাড়া না পেয়ে এবার পথ অবরোধে সামিল ভাবি শিক্ষকরা ৷
দীর্ঘ প্রতীক্ষার পর প্যানেল প্রকাশে এমন ঢাক গুড়গুড় অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন উৎকন্ঠিত চাকরিপ্রার্থীরা ৷ নিয়োগ প্রক্রিয়ায় প্রথম থেকেই অস্বচ্ছতার সন্দেহ প্রকাশ করেছেন বহু টেট উত্তীর্ণ ৷ এবার পর্ষদের প্যানেল প্রকাশ করা নিয়ে গড়িমসি সহ একাধিক প্রশ্ন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ১০ জেলার ১৫০ জন প্রশিক্ষিত প্রার্থীরা ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 10, 2017 7:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রাইমারি টেট কাউন্সেলিং নিয়ে অনিয়মের অভিযোগে বিক্ষোভ, নতুন প্যানেল প্রকাশের দাবি