North 24 Parganas News: লোকসভা ভোটের পর ফের সক্রিয়! বসিরহাটে দেখা মিলল রেখা পাত্রের
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
লোকসভা ভোটের পর ফের সক্রিয় বসিরহাটে দেখা মিলল রেখা পাত্রের। লোকসভা নির্বাচনে ফল ঘোষণার পর বহু দিন তেমন ভাবে রাজনীতির মাঠে দেখা যাচ্ছিল না সন্দেশখালি আন্দোলন থেকে উঠে আসা বিজেপি প্রার্থী তথা প্রতিবাদী মুখ রেখা পাত্রকে।
বসিরহাট: লোকসভা ভোটের পর ফের সক্রিয় বসিরহাটে দেখা মিলল রেখা পাত্রের। লোকসভা নির্বাচনে ফল ঘোষণার পর বহু দিন তেমন ভাবে রাজনীতির মাঠে দেখা যাচ্ছিল না সন্দেশখালি আন্দোলন থেকে উঠে আসা বিজেপি প্রার্থী তথা প্রতিবাদী মুখ রেখা পাত্রকে।
লোকসভা নির্বাচনে বড় ব্যবধানে পরাজয়ের পর বসিরহাট লোকসভা কেন্দ্রে সক্রিয় রাজনীতিতে কার্যত নিখোঁজ ছিলেন রেখা পাত্র। এ বার সন্দেশখালি মাটিতে ফের সক্রিয় রেখা পাত্র।
advertisement
উল্লেখ্য, গতকাল শুভেন্দু অধিকারী সহ একাধিক নেতৃত্ব আটকের প্রতিবাদে এদিন উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি থানা ঘেরাও কর্মসূচি আয়োজিত হয় বিজেপি কর্মী সমর্থকদের। সেই কর্মসূচিতে সক্রিয় ভূমিকায় দেখা গেল রেখা পাত্রকে। এ দিন সন্দেশখালীর অন্যতম প্রতিবাদী মুখ রেখা পাত্র -এর নেতৃত্বে সন্দেশখালি থানার সামনে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ দেখায়। আরজিকরের ঘটনায় উপযুক্ত দোষীদের শাস্তির দাবি জানিয়ে সন্দেশখালি থানার সামনে বিজেপি কর্মীদের নিয়ে বিক্ষোভে নেতৃত্ব দেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র।
advertisement
বিক্ষোভ কর্মসূচি সামলাতে আগেভাগেই প্রস্তুত প্রশাসন। প্রচুর পুলিশ ও র্যাফ মোতায়েন করা হয়েছে থানার সামনে। মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে, না হলে আমাদের লাগাতার এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে বলে জানান রেখা পাত্র। লোকসভা নির্বাচনের পর সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ তুলে নেতৃত্ব দিয়েছিলেন রেখা পাত্র, এবার আরজিকর কান্ডের পর ফের কি রাজনীতিতে সক্রিয় ভূমিকায় দেখা যাবে রাখা পাত্রকে!
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 25, 2024 12:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: লোকসভা ভোটের পর ফের সক্রিয়! বসিরহাটে দেখা মিলল রেখা পাত্রের