Chicken With 3 Legs: দেখলেও বিশ্বাস করতে পারবেন না! এই মুরগির সঙ্গে সেলফি তুলতে হাজির দূর-দূরান্তের মানুষ! কী আছে মুরগির?

Last Updated:
1/6
একটি মুরগির তিনটি পা? হয় নাকি এমন! ঠিক আছে, বিশ্বাস করুন বা না করুন, তবে উত্তরপ্রদেশের বাহরাইচে, একটি তিন পায়ের মুরগি বেশ আলোড়ন সৃষ্টি করেছে। আমরা সবাই জানি মুরগির দুটি পা থাকে।
একটি মুরগির তিনটি পা? হয় নাকি এমন! ঠিক আছে, বিশ্বাস করুন বা না করুন, তবে উত্তরপ্রদেশের বাহরাইচে, একটি তিন পায়ের মুরগি বেশ আলোড়ন সৃষ্টি করেছে। আমরা সবাই জানি মুরগির দুটি পা থাকে।
advertisement
2/6
আফতাব আলম গত ৮ থেকে ১০ বছর ধরে বাহরাইচ শহরে একটি মুরগির দোকান চালান। প্রায় এক দশকের কর্মজীবনে তিনি অনেক মুরগি সামলেছেন। এই বার, তিনি এমন অদ্ভুত কিছু প্রত্যক্ষ করলেন যে তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। তিন পায়ের ব্রয়লার মুরগিও দেখে ফেললেন!
আফতাব আলম গত ৮ থেকে ১০ বছর ধরে বাহরাইচ শহরে একটি মুরগির দোকান চালান। প্রায় এক দশকের কর্মজীবনে তিনি অনেক মুরগি সামলেছেন। এই বার, তিনি এমন অদ্ভুত কিছু প্রত্যক্ষ করলেন যে তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। তিন পায়ের ব্রয়লার মুরগিও দেখে ফেললেন!
advertisement
3/6
আফতাব আলম Local18-এর সঙ্গে এক সাক্ষাৎকারে জানালেন, যে ব্রয়লার মুরগির জাত এক ধরনের পোল্ট্রি বার্ড। এই মুরগিদের মাংসের জন্যই বড় করা হয়। তারা সাধারণত মাত্র ৬০ থেকে ৭০ দিনে প্রায় ২ কিলোগ্রাম ওজন করে। তাদের ভিড়ে হঠাৎ এক তিনপেয়ে মুরগি কী ভাবে জন্ম নিল, এ কথা তিনি নিজেও জানেন না। এ দূর-দূরান্ত থেকে লোকজন এসে সেই মুরগির ছবি তুলছে। অনেকে সেলফিও তুলছেন যাতে স্পষ্টভাবে মুরগির তিনটি পা দেখা যায়!
আফতাব আলম Local18-এর সঙ্গে এক সাক্ষাৎকারে জানালেন, যে ব্রয়লার মুরগির জাত এক ধরনের পোল্ট্রি বার্ড। এই মুরগিদের মাংসের জন্যই বড় করা হয়। তারা সাধারণত মাত্র ৬০ থেকে ৭০ দিনে প্রায় ২ কিলোগ্রাম ওজন করে। তাদের ভিড়ে হঠাৎ এক তিনপেয়ে মুরগি কী ভাবে জন্ম নিল, এ কথা তিনি নিজেও জানেন না। এ দূর-দূরান্ত থেকে লোকজন এসে সেই মুরগির ছবি তুলছে। অনেকে সেলফিও তুলছেন যাতে স্পষ্টভাবে মুরগির তিনটি পা দেখা যায়!
advertisement
4/6
এই মুরগি কোথা থেকে এসেছে? আফতাব আলমের মতে, “মুরগিগুলো পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে কেনা হয়। কেনার সময় ওজন পরীক্ষা করা হয়।" তিন পায়ের মুরগি দেখে তিনি নিজেও হতবাক।
এই মুরগি কোথা থেকে এসেছে? আফতাব আলমের মতে, “মুরগিগুলো পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে কেনা হয়। কেনার সময় ওজন পরীক্ষা করা হয়।" তিন পায়ের মুরগি দেখে তিনি নিজেও হতবাক।
advertisement
5/6
ভুল দেখছেন ভেবে দুই থেকে চারবার চোখ বন্ধ করেছিলেন। কিন্তু যখন তিনি চোখ খুললেন, তিনি দেখতে পেলেন তৃতীয় পায়ের অস্তিত্ব জলের মতো পরিষ্কার। হাতে নিয়েও দেখেন, নাহ, এ মুরগির তিনটিই পা!
ভুল দেখছেন ভেবে দুই থেকে চারবার চোখ বন্ধ করেছিলেন। কিন্তু যখন তিনি চোখ খুললেন, তিনি দেখতে পেলেন তৃতীয় পায়ের অস্তিত্ব জলের মতো পরিষ্কার। হাতে নিয়েও দেখেন, নাহ, এ মুরগির তিনটিই পা!
advertisement
6/6
ব্রয়লার মুরগির দুটি নয়, তিনটি পা রয়েছে জানাজানি হওয়ার পরে স্থানীয়রা ভিড় জমিয়েছেন সেটিকে দেখতে।
ব্রয়লার মুরগির দুটি নয়, তিনটি পা রয়েছে জানাজানি হওয়ার পরে স্থানীয়রা ভিড় জমিয়েছেন সেটিকে দেখতে।
advertisement
advertisement
advertisement