Medinipur Saline Tragedy: সব লড়াই শেষ...! ভেন্টিলেশনেই মৃত্যু সদ্যোজাত ছেলের, 'বিষ' স্যালাইন কাণ্ডে ধুন্ধুমার মেদিনীপুর মেডিক্যালে

Last Updated:

Medinipur Saline Tragedy: ভেন্টিলেশনে টানা সাত দিন লড়াই করার পর অবশেষে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে মৃত্যু হল সদ্যোজাতর! সিআইডি নয় সিবিআই তদন্তের দাবি তুলেছে পরিবার৷

News18
News18
শোভন দাস, পশ্চিম মেদিনীপুর: মামনি রুইদাসের পর এবার মৃত্যুর কোলে ঢলে পড়ল অপর প্রসূতি রেখা সাউয়ের সদ্যোজাত শিশুপুত্র! ভেন্টিলেশনে টানা সাত দিন লড়াই করার পর অবশেষে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে মৃত্যু হল সদ্যজাতর! সিআইডি নয় সিবিআই তদন্তের দাবি তুলেছে পরিবার৷
গত বুধবার অর্থাৎ ৮ জানুয়ারি রাতে সিজারিয়ান সেকশন হওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে ৫ প্রসূতি। এর মধ্যে মারা যান মামনি রুইদাস। কলকাতায় চিকিৎসাধীন আরও তিন প্রসূতি। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের এইচডিইউ বিভাগে ৩ দিন চিকিৎসাধীন থাকার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন আরেক প্রসূতি রেখা সাউ।
advertisement
advertisement
তবে রেখা সুস্থ হলেও প্রথম দিন থেকেই ভেন্টিলেশনে ছিল তার সদ্যোজাত শিশু পুত্র। বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল সদ্যোজাত শিশুপুত্রের। পরিবারের অভিযোগ, সিজারিয়ান সেকশনের আগেই বিষ স্যালাইন দেওয়ায় দ্রুত অবস্থার অবনতি হয় রেখার। এরপর হাসপাতালের বাইরের থেকে তাকে স্যালাইন কিনেও আনতে হয়। আর এই বিষ স্যালাইনের জন্য এই মৃত্যু হয়েছে তার শিশু পুত্রের।
advertisement
উল্লেখ্য, এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিআইডি। তবে সিআইডি-তে ভরসা রাখতে পারছে না পরিবার। তাদের দাবি সিবিআই তদন্ত করা হোক গোটা ঘটনার সত্যতা সামনে আনার জন্য। পুরো ঘটনার সত্যি কি আদৌ সামনে আসবে এটাই এখন সব থেকে বড় প্রশ্ন।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Medinipur Saline Tragedy: সব লড়াই শেষ...! ভেন্টিলেশনেই মৃত্যু সদ্যোজাত ছেলের, 'বিষ' স্যালাইন কাণ্ডে ধুন্ধুমার মেদিনীপুর মেডিক্যালে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement