Belur Math: বছরের প্রথম দিনেই বড় খবর দিল বেলুড় মঠ, ভক্তদের মধ্যে খুশির জোয়ার

Last Updated:

Belur Math: মন্দির দর্শন, গুরু প্রণাম, আরতি দর্শন করতে পারবেন তাঁরা। করা হবে ভোগ বিতরণও। এক কথায় নববর্ষের প্রথম দিন ভক্ত এবং দর্শকদের জন্য উপহার নিয়ে এল বেলুড় মঠ।

বেলুর মঠের নতুন ঘোষণা
বেলুর মঠের নতুন ঘোষণা
#বেলুড়: নতুন বছরের প্রথম দিন থেকেই পুরোপুরি ভাবে খুলে দেওয়া হল বেলুড় মঠ। করনো আবহে সরকারি নির্দেশ মেনে দীর্ঘ সময় বন্ধ ছিল বেলুড় মঠ। বিক্ষিপ্তভাবে কিছুদিনের জন্য খোলা হলেও তাতে ভক্ত এবং দর্শনার্থীদের জন্য ছিল একগুচ্ছ বিধিনিষেধ। গত ২৩ ফেব্রুয়ারি চতুর্থবারের জন্য মঠ খোলা হলেও ভক্ত এবং দর্শনার্থীদের গতিবিধি ছিল নিয়ন্ত্রিত। কেবলমাত্র মন্দির দর্শন এবং গুরু প্রণাম করেই তাঁদের বেরিয়ে আসতে হত। আরতি দেখা বা গঙ্গার ধারে বসার কোন অনুমতি ছিল না। ভোগ বিতরণও ছিল বন্ধ। তবে বাংলা নববর্ষের প্রথম দিনটিতে ভক্ত এবং দর্শকদের জন্য সুখবর। এই দিনটি থেকেই সমস্ত রকম বিধিনিষেধ ছাড়াই খুলে গেল বেলুড় মঠ। মঠ সূত্রে জানা গিয়েছে, করোনা পূর্ববর্তী সময়ে যে সময় খোলা থাকত মঠ, তেমনই থাকবে। ভক্তদের প্রবেশ অবাধ। মন্দির দর্শন, গুরু প্রণাম, আরতি দর্শন করতে পারবেন তাঁরা। করা হবে ভোগ বিতরণও। এক কথায় নববর্ষের প্রথম দিন ভক্ত এবং দর্শকদের জন্য উপহার নিয়ে এল বেলুড় মঠ।
এদিকে, পুজো দিয়ে বছর শুরু করতে তারাপীঠে ভক্তদের ঢল
। বাংলার নতুন বছরের প্রথম দিনে প্রতিবারই পুজো দিতে ভিড় জমান রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ৷ ভিড় সামলাতে বেশ বেগ পেতে হয় মন্দির কমিটিকে৷ বছরের শুরুতে মায়ের কাছে প্রার্থনা-সারাটা বছর সুখে-শান্তিতে রেখো মা ৷ প্রতিবছরের মত এবারও দু’বার মায়ের ভোগ নিবেদন হবে। আজ শুক্রবার ভোর থেকেই দেখা গেল তারাপীঠ মন্দিরে ভক্তের ঢল। করোনা সংক্রমণের কারণে গত দু বছর সে ভাবে নববর্ষে তারাপীঠ মন্দিরে পুজোপাঠ হয়নি। তবে আজ শুক্রবার পুরনো ছন্দে দেখা গেল তারাপীঠ মন্দিরকে। বাংলা নববর্ষের প্রথম দিনে মা তারার পুজো দিয়ে অনেকে বছর শুরু করেন। সে জন্য পয়লা বৈশাখের দিন তারাপীঠে ভক্তদের ঢল নামে। ব্যবসায়ীরা হালখাতার জন্য নতুন খাতা মায়ের চরণে স্পর্শ করে পুজো দিতে ভিড় জমান। ভোরে মা তারাকে স্নানের পর রাজবেশে সাজিয়ে পুজো ও মঙ্গলারতি করা হয়। সকাল সাড়ে পাঁচটা থেকেই সকল ভক্তদের জন্য গর্ভগৃহ খুলে দেওয়া হয়।
advertisement
advertisement
অপরদিকে, বাংলা নববর্ষের দিন ভোর থেকে ভিড় উপচে পড়েছে তারকেশ্বর মন্দিরে। পূণ্যার্থীদের পাশাপাশি ব্যবসায়ীরা হালখাতা পুজো দিতে মন্দিরে ভিড় জমিয়েছেন। কোভিড পরিস্থিতির কারণে গত দু বছর বন্ধ ছিল তারকেশ্বর মন্দির। এইবছর পরিস্থিতি শিথিল হওয়ায় বাড়তি উন্মাদনা নিয়ে মন্দিরে ভিড় জমিয়েছেন মানুষ। ব্যাবসায়ীরা জানিয়েছে, গত দুবছর ধরে ব্যবসায় মন্দা। তাই এই বছর ভগবানের কাছে আর্জি, দ্রব্যমূল্য হ্রাস হোক। এতে ক্রেতা ও বিক্রেতা দুজনেই বাঁচবে। পুনরায় ব্যবসা ভালো হবে।
advertisement
এদিকে, বাংলা নববর্ষের প্রথম দিনে সতীপীঠের অন্যতম পিঠ কঙ্কালীতলায় চোখে পড়ার মতো ভিড়। একদিকে হালখাতা ফেরানোর লম্বা লাইন, অন্যদিকে বছরটা যেন ভালো যায় সেই জন্য বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসছে কালী মন্দিরে পুজো দিতে। প্রশাসন ও মন্দির কমিটির পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Belur Math: বছরের প্রথম দিনেই বড় খবর দিল বেলুড় মঠ, ভক্তদের মধ্যে খুশির জোয়ার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement