West Bengal News: শিলিগুড়ি এসে প্রেম নাবালিকার, গোপনে উঠল ছবি, তারপর? সিকিমে রহস্যভেদ
- Published by:Suman Biswas
Last Updated:
West Bengal News: নাবালিকা প্রেমিকার অশ্লীল ছবি ভাইরালের হুমকি, সিকিম থেকে ৩ যুবককে গ্রেফতার করল শিলিগুড়ির সাইবার থানা।
#শিলিগুড়ি: নাবালিকা 'প্রেমিকার' অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি! দুটি মোবাইল নং থেকে হুমকি ফোন! ঘটনায় পুলিশের জালে ধৃত ৩ যুবক। উত্তর সিকিম থেকে গ্রেফতার করা হয় ৩ যুবককে! গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশের সাইবার ক্রাইম বিভাগের কর্তারা। ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা দিন কয়েক আগে পারিবারিক এক অনুষ্ঠানে যোগ দিতে শিলিগুড়ি আসে। সেখানেই পরিচয় হয় এক যুবকের সঙ্গে। মেলামেশা শুরু হয়। দু'জনের মধ্যে ভালোবাসার সম্পর্কও গড়ে ওঠে। ঘনিষ্ঠতার সুযোগে নাবালিকার অন্তরঙ্গ মূহূর্ত সে মোবাইল ক্যামেরায় বন্দী করে বলে অভিযোগ৷
তারপর শুরু ব্ল্যাক মেইল! নাবালিকার পরিবারের কাছে একটি নয়, দু' দুটো মোবাইল নং থেকে অশ্লীল ছবি পাঠিয়ে টাকা দাবী করা হয়। নইলে সোশ্যাল মিডিয়ায় সেইসব অশ্লীল ছবি ভাইরাল করা হবে বলে হুমকি দেয়। তারই প্রেক্ষিতে নাবালিকার পরিবারের পক্ষ থেকে শিলিগুড়িতে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়। গত ১১ এপ্রিল অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে শিলিগুড়ি পুলিশের সাইবার ক্রাইম বিভাগ তদন্ত শুরু করে। সুরজ ছেত্রী এবং সঞ্জয় ঘোষের নেতৃত্বে ২ সদস্যের একটি টিম গঠন করা হয়।
advertisement
advertisement
অভিযোগ পাওয়ার ৭২ ঘন্টার মধ্যেই সাফল্য পায় সাইবার ক্রাইম বিভাগের কর্তারা। শিলিগুড়ি বা উত্তরবঙ্গের অন্য কোথাও নয়। অভিযুক্ত ৩ যুবক গা ঢাকা দিয়েছিল সিকিমে। সেইমতো সিকিম যায় তদন্তকারীরা। সিকিম পুলিশের সঙ্গে যোগাযোগ করে যৌথভাবে অভিযানে নামে। মোবাইল ফোনের সূত্র ধরে সিকিম পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয় ৩ যুবককে।
advertisement
উত্তর সিকিমে আশ্রয় নিয়েছিল ধৃত তিন যুবক। আজই দুপুরে সিকিম থেকে শিলিগুড়ি পৌঁছয় তারা। ধৃতদের তোলা হয় আদালতে। নিজেদের হেপাজতে নিয়ে ফের জেরা করবে তদন্তকারী পুলিশ কর্তারা। প্রসঙ্গত ওই নাবালিকা এবং ৩ ধৃতেরই বাড়ি উত্তরদিনাপুর জেলায়। ধৃতদের নাম রাজিবুল শা, মঞ্জয় আলম এবং জয়নুল আলি। রাজিবুলের সঙ্গেই সম্পর্ক গড়ে উঠেছিল ওই নাবালিকার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 15, 2022 10:38 AM IST