#কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর দেউচা পাচামির আন্দোলনকারীরা আপাতত ধরনা মঞ্চ তুলে নিলেন। বিবৃতি দিয়ে এমনই জানালেন আন্দোলনকারীরা। তাঁরা বলেছেন, ''মুখ্যমন্ত্রী আমাদের সব দাবি মানবেন বলে জানিয়েছেন। তাই ধর্না মঞ্চ তুলে নেওয়া হল। তবে, আন্দোলন তুলে নেওয়া হচ্ছে না।'' বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এমনই জানান দেউচা পাচামির আন্দোলনকারীরা। বৃহস্পতিবারই নিজেদের মধ্যে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
দেউচা পাচামি কয়লা খনি প্রকল্পের জট কাটাতে সরাসরি আন্দোলনকারীদের সঙ্গেই আলোচনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গত বুধবার নবান্নে প্রায় চল্লিশ মিনিট আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর৷ আন্দোলনকারীদের কী দাবি, তা ধৈর্য ধরে শোনেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই বৈঠকে ছিলেন মুখ্যসচিবও৷ দেউচা পাচামি প্রকল্প গড়তে গিয়ে যে কাউকেই বঞ্চিত করা হবে না, প্রকল্পের ইতিবাচক দিকগুলি তুলে ধরে তা আন্দোলনকারীদের বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন: শিলিগুড়ি এসে প্রেম নাবালিকার, গোপনে উঠল ছবি, তারপর? সিকিমে রহস্যভেদ
দেউচা পাচামি প্রকল্পে এখনও যাঁরা জমি দিতে অনিচ্ছুক, তাঁদের একটি প্রতিনিধি দল বুধবার নবান্নে যান৷ এঁদের মধ্যে ৯ জনের সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রীর৷ চল্লিশ মিনিটের বৈঠকে মুখ্যমন্ত্রীকে মূলত চার দফা জানিয়েছেন আন্দোলনকারীরা৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে আন্দোলনকারীদের তরফেও এই কথা তুলে ধরেছেন। বৈঠক শেষেই তাঁরা জানিয়েছিলেন, সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রকল্প সম্পর্কে তাঁদের অনেক ভুল ধারণা দূর হয়েছে৷ নিজেদের গ্রামে ফিরে বাকি বাসিন্দাদেরও সেই কথা তাঁরা বোঝাবেন বলে জানান৷ তার পরেই নিজেদের সিদ্ধান্ত প্রশাসনকে জানাবেন আন্দোলনকারীরা৷ সেই মতো ধর্না মঞ্চ তুলে নেওয়ার কথা জানালেন তাঁরা।
আরও পড়ুন: সৎ পাত্র নাকি অসৎ পাত্র, পয়লা বৈশাখে কাকে নিশানা করলেন দিলীপ ঘোষ?
জমি দিতে যাঁরা অনিচ্ছুক, তাঁদের বিরুদ্ধে মিথ্যে মামলাও প্রত্যাহার করতে হবে বলে মুখ্যমন্ত্রীর সামনে দাবি করেছেন আন্দোলনকারীরা৷ মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তাঁরা৷ সরকারি সূত্রে খবর, দেউচা পাচামি প্রকল্পের জন্য মোট ৩৪০০ একর জমি প্রয়োজন৷ যে এলাকায় প্রকল্প গড়ে ওঠার কথা সেখানে প্রায় সাড়ে চার হাজার পরিবারের বাস৷ এদের মধ্যে ১৯০৮ জন জমি দেওয়ার অনুমতি দিয়েছেন৷ ৩৪০০ একরের মধ্যে ১০০০ একর জমি সরকারের হাতে রয়েছে৷ জমিদাতাদের সম্মতিতে ৭৫৬.১৬ একর জমি পাওয়া সম্ভব হয়েছে৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে বুধবারের বৈঠকের পর ধর্না মঞ্চ প্রত্যাহার করায় আন্দোলনকারীদের বুঝিয়ে বাকি জমি হাতে পাওয়ার বিষয়ে আশাবাদী রাজ্য সরকার৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।