বর্ধমান স্টেশনে দুর্ঘটনা রুখতে তৎপর রেল, বাড়তি নজরদারি আরপিএফ ও জিআরপির

Last Updated:

যাত্রীদের সচেতন করতে বাড়তি নজরদারি আরপিএফ ও জিআরপির। সঠিক সময়ে ঘোষণা থেকে ডিসপ্লে বোর্ড লাগানো। দুর্ঘটনা এড়াতে নেওয়া হচ্ছে একগুচ্ছ পরিকল্পনা।

#বর্ধমান: বর্ধমান স্টেশনে দুর্ঘটনা রুখতে তৎপর রেল। যাত্রীদের সচেতন করতে বাড়তি নজরদারি আরপিএফ ও জিআরপির। সঠিক সময়ে ঘোষণা থেকে ডিসপ্লে বোর্ড লাগানো। দুর্ঘটনা এড়াতে নেওয়া হচ্ছে একগুচ্ছ পরিকল্পনা।
৮ই নভেম্বর। একই সময়ে বর্ধমান স্টেশনে পাশাপাশি দুটি ট্রেন ঢোকার ফলে ফুট ওভারব্রিজে হুড়োহুড়ি পড়ে যায়। ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে, পদপিষ্ট হয়ে এক শিশু-সহ এগারজন জখম হন।
ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে উদ্যোগী হয় আরপিএফ, জিআরপি। ইতিমধ্যেই বর্ধমান স্টেশনের দু'টি ফুট ওভারব্রিজেই শুরু হয়েছে বাড়তি নজরদারি। সেখানে যাত্রীদের দাঁড়াতে দেওয়া হচ্ছেনা।
advertisement
বিপত্তি এড়াতে দফায় দফায় বৈঠক করেন হাওড়া ডিভিশন ও বর্ধমান স্টেশনের রেলকর্তারা। বৈঠকে সিদ্ধান্ত হয়, গাংপুর বা তালিত স্টেশনে ট্রেন ঢুকলেই বর্ধমান স্টেশনে ঘোষণা হবে। লোকাল ট্রেন দেরিতে ঢুকলে সময়ে ছাড়ার ব্যাপারে তৎপরতা দেখানো হবে না। সেক্ষেত্রে সর্বোচ্চ দশ মিনিট পর প্লাটফর্ম থেকে ট্রেন ছাড়বে। স্টেশনে বারোটি ডিসপ্লে বোর্ড লাগানো হবে। জায়ান্ট স্ক্রিনে ট্রেনের গতিবিধি জানানো হবে।
advertisement
যাত্রীদের অভিযোগ, ওভারব্রিজে ওঠার একটি সিঁড়ি বন্ধ করে তৈরি হচ্ছে এসক্যালেটর। বাকি তিনটে সিঁড়ির মধ্যে একটি ১২ ফুট চওড়া। অন্যগুলি তুলনামূলক ছোট। চার ও পাঁচ নম্বর প্লাটফর্মে একসঙ্গে ট্রেন দিলেই হুড়োহুড়ি পড়ে যায়।
এই তৎপরতা কতদিন থাকে বা রেলের সিদ্ধান্ত কত দ্রুত কার্যক হয়, তারই অপেক্ষায় যাত্রীরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বর্ধমান স্টেশনে দুর্ঘটনা রুখতে তৎপর রেল, বাড়তি নজরদারি আরপিএফ ও জিআরপির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement