Jhargram News : পুজোর কার্নিভালে আদিবাসী নৃত্য, ছৌ নাচ, উপচে পড়ল মানুষের ভিড়

Last Updated:

দুর্গাপুজোর কার্নিভাল দেখতে ঝাড়গ্রাম শহরে উপচে পড়ে মানুষের ভিড়। কার্নিভালে ফুটে উঠে জঙ্গলমহলের সংস্কৃতি।

+
ঝাড়গ্রামে

ঝাড়গ্রামে দুর্গা পুজোর কার্নিভালে ছৌ নাচ

ঝাড়গ্রাম : আদিবাসী নৃত্য, ছৌ নাচ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জন প্লাবনের মাধ্যমে ঝাড়গ্রাম শহরে দুর্গা পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হয়। ঝাড়গ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সোমবার রাত্রে ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র পাঁচ মাথার মোড়ে দুর্গা পুজোর কার্নিভাল আয়োজন করা হয়। পুজোর কার্নিভাল দেখার জন্য ভিড় জমায় ঝাড়গ্রাম শহরের কয়েক হাজার মানুষ। উৎসবের মেজাজে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে একের পর এক পুজো কমিটি গুলি অংশগ্রহণ করে কার্নিভালে।
ঝাড়গ্রাম শহরের ১১টি পুজো কমিটি তাদের প্রতিমা নিয়ে পুজোর কার্নিভালে অংশগ্রহণ করে। কার্নিভলের মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা, ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগারওয়াল, পুলিশ সুপার অরিজিৎ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ সহ একাধিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
advertisement
advertisement
বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন,”আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ঝাড়গ্রামে অনুষ্ঠিত পুজোর কার্নিভালে ঝাড়গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। ঝাড়গ্রামের মানুষ উৎসব প্রেমি সকলের সঙ্গে মিলেমিশে থাকতেই ভালোবাসে।
advertisement
সকল মানুষের একটাই বার্তা আমরা যেমন সবাই মিলে মাকে আহ্বান করি ঠিক সেরকম সবাই মিলে আমরা মাকে আনন্দের সঙ্গে বিদায় জানায়”।
বুদ্ধদেব বেরা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News : পুজোর কার্নিভালে আদিবাসী নৃত্য, ছৌ নাচ, উপচে পড়ল মানুষের ভিড়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement