Adhir Chowdhury: কংগ্রেস কর্মীদের মুখে হাসি ফুটিয়েই ছাড়লেন অধীর! ২৪ ঘণ্টার লড়াই শেষ

Last Updated:

Adhir Chowdhury: বি ফর্ম জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, অবস্থান তুললেন অধীর চৌধুরী।

+
অবস্থান

অবস্থান বিক্ষোভে অধীর চৌধুরী 

মুর্শিদাবাদঃ মঙ্গলবার বিকাল থেকে টানা ২৪ঘন্টা অবস্থান বিক্ষোভের পর অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই অবস্থান বিক্ষোভ তুলে নিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বুধবার বিকাল চারটে নাগাদ হাইকোর্ট নির্দেশ দিতেই খুশি প্রকাশ করেন কংগ্রেসের কর্মীরা। অবশেষে অবস্থান থেকে উঠে গেলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ।
মঙ্গলবার বিকাল চারটে থেকে ব্লক অফিসে কংগ্রেসের পঞ্চায়েত প্রার্থীদের বি ফর্ম জমা দেওয়ার দাবিতে রাতভর ধর্না বসেন অধীর চৌধুরী। কোন ফ্যান এমনকি জলের ব্যবস্থা ছিল না বলেই অভিযোগ করেছিলেন অধীর। অবশেষে বুধবার সকালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কংগ্রেস, কলকাতা হাইকোর্ট নির্দেশ দেন বি ফর্ম জমা নিতে হবে কমিশনকে। অর্ডার মেলার পরেই অবস্থান কর্মসূচি তুলে নিলেন অধীর চৌধুরী।
advertisement
advertisement
প্রসঙ্গত, মঙ্গলবার বড়ঞা বিডিও অফিসের প্রতীক জমা দিতে যাচ্ছিলেন কংগ্রেস ব্লক সভাপতি আজাদ মল্লিক ও কান্দি মহকুমা কংগ্রেস সভাপতি সাফিউল আলম খান। তখনই তাঁদের হাত থেকে বি-ফর্মের ঝোলা নিয়ে নিয়ে পালায় তৃণমূলের লোক বলে অভিযোগ কংগ্রেসের। মঙ্গলবার দুপুরে পুলিশের সামনে এই ঘটনায় উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে বড়ঞা বিডিও অফিসে। তারপরেই ঘটনাস্থলে টহল দিতে থাকে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় তৃণমূলের হাতে আহত কান্দি মহকুমা কংগ্রেস সভাপতি সাফিউল আলম। ঘটনার জেরে গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে।
advertisement
এই ঘটনার প্রতিবাদেই বড়ঞা বিডিও অফিসের সামনে রাতভর টানা ২৪ ঘণ্টা অবস্থান বিক্ষোভে সামিল হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সহ কংগ্রেস নেতৃত্ব। এদিন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ফোন করে কথা বলেন অধীরের সঙ্গে। যদিও হাইকোর্টের রায় পাওয়ার পর এই প্রসঙ্গে অধীর বলেন, কংগ্রেস কর্মীদের হেনস্থার জন্য মামলা করা হয়েছিল। বি ফর্ম জমা নেওয়ার দাবি ছিল আমাদের। প্রশাসন মানেনি তাই হাইকোর্টে যেত না হয়েছিল। আজকে হাইকোর্টের রায়ে প্রমানিত আমাদের ওপর অন্যায় করা হয়েছিল। বি ফর্ম জমা না নেওয়ার কারণেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। সুফল পেলাম, তাই ধর্না তুলে নিলাম। যদিও পঞ্চায়েত নির্বাচন থেকেই কংগ্রেসের মাটি পূণরুদ্ধার করতে মরিয়া একদা অধীর গড় কংগ্রেস ।
advertisement
—– কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Adhir Chowdhury: কংগ্রেস কর্মীদের মুখে হাসি ফুটিয়েই ছাড়লেন অধীর! ২৪ ঘণ্টার লড়াই শেষ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement