Suvendu Adhikari: ভোটের দিন কী করবেন? বিরাট পরিকল্পনা শুভেন্দুর! ২১-এর ভোট নিয়ে বিস্ফোরক অভিযোগ

Last Updated:

Suvendu Adhikari: নিজেকে নন্দীগ্রামের 'চৌকিদার' বলে ঘোষণা শুভেন্দুর। পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় বিজেপির প্রার্থী না থাকা প্রসঙ্গে  ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিরোধী দলনেতার।

শুভেন্দুর চ্যালেঞ্জ
শুভেন্দুর চ্যালেঞ্জ
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নন্দীগ্রাম: নরেন্দ্র মোদি বলেছিলেন, তিনি দেশের চৌকিদার। এবার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে প্রকাশ্য সভামঞ্চ থেকে পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দু জানালেন, পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামে তিনি চৌকিদার। ‘একটা ব্যালটও লুট করতে দেব না। চৌকিদার শুভেন্দু বলে গেল। আপনারা ভোট গ্রামে করবেন, আমি পাহারায় থাকব’। বুধবার নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড় থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত পদযাত্রার পর এক প্রকাশ্য সমাবেশে বুধবার এমনটাই বললেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতা এও বলেন, গত বিধানসভা ভোটে আমাকে অনেক জায়গাতেই প্রচার করতে দেওয়া হয়নি। আমার গাড়িতে হামলা চালানো হয়েছে। কিন্তু এবার আর ওসব হবে না। হাইকোর্ট বলে দিয়েছে যে, জলপাই পোশাক পরা, ভারি বুট পরা আমাকে যারা  নিরাপত্তা দেয় সেই কেন্দ্রীয় বাহিনী থাকবে সব বুথে। ঘুরবে সব গ্রামে’।
advertisement
advertisement
নন্দীগ্রামে একাধিক পঞ্চায়েতে বিজেপির প্রার্থী না থাকা নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রবল কটাক্ষের মুখে পড়তে হচ্ছে শুভেন্দুকে। এদিনের নন্দীগ্রামের সভা থেকে শাসকদল তৃণমূলকে নিশানা করে শুভেন্দু অধিকারী  ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন,’ কেন প্রার্থী নেই তা ১১ জুলাই এলেই বুঝতে পারবেন। পঞ্চায়েত ভোটের ফলাফলের পরই বিজেপি কেন প্রার্থী দেয়নি আসন গুলিতে তা পরিষ্কার হয়ে যাবে’। নন্দীগ্রামের একাধিক আসনে বিজেপির প্রতীকে প্রার্থী না থাকা নিয়ে শুভেন্দুর এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।
advertisement
চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম পর্যন্ত অভিষেকের নবজোয়ার জনসংযোগ যাত্রা উপলক্ষে রোড শো কেও এদিন তীব্র কটাক্ষ করে  শুভেন্দু অধিকারীর দাবি,’ উনি ডায়মন্ড হারবার, উলুবেরিয়া, ফলতা সহ নানা জায়গা  থেকে লোক এনেছিলেন নন্দীগ্রাম দর্শন করাতে। ওই যাত্রায় লোক ছিল না, পুলিশ ছিল। আমরা কিন্তু নন্দীগ্রামের লোকেরাই চোর তাড়াতে একসঙ্গে হাঁটলাম’। পাশাপাশি শুভেন্দুর চাঞ্চল্যকর অভিযোগ,’ সেদিনের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে জনসংযোগ কর্মসূচি উপলক্ষ্যে চণ্ডীপুর থানার ৮ লাখ, নন্দীগ্রাম থানার ৭ লাখ খরচ হয়েছে। আগামিদিনে এর সব হিসেব হবে’। এক প্রকার পুলিশকে পঞ্চায়েত ভোটে অবাধ ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে এদিন হুঁশিয়ারি এবং সতর্কও করেন শুভেন্দু।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: ভোটের দিন কী করবেন? বিরাট পরিকল্পনা শুভেন্দুর! ২১-এর ভোট নিয়ে বিস্ফোরক অভিযোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement