Adenovirus: কালনাতেও থাবা বসাচ্ছে অ্যাডিনোভাইরাস, গড়ে ২০টি শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে

Last Updated:

চিকিৎসকেরা জানাচ্ছেন, এরা অ্যাডিনোভাইরাসে আক্রান্ত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি তবে উপসর্গ অনুযায়ী রাজ্য স্বাস্থ্য দফতরের গাইডলাইন মেনে তাঁদের চিকিৎসা চালানো হচ্ছে।

দক্ষিণবঙ্গ: কালনাতেও বাড়ছে অ্যাডিনোভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুর সংখ্যা। জ্বর, সর্দির পাশাপাশি শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বেশিরভাগের শিশুরই। আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকায় বিকল্প ওয়ার্ড খোলার কথা ভাবছেন এই মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। এই হাসপাতালে প্রতিদিনই জ্বর সর্দিতে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। দিনে গড়ে ২০টিরও বেশি শিশু ভর্তি হচ্ছে।
সর্দি-কাশি, নিয়ে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে এখনও পর্যন্ত ৭০ টিরও বেশি শিশু ভর্তি রয়েছে। এদের বেশিরভাগেরই জ্বর সর্দি কাশির পাশাপাশি শ্বাসকষ্টের সমস্যা রয়েছে।
advertisement
আরও পড়ুন: শহরে অ্যাডিনো-আতঙ্ক! জ্বর হলেই বাচ্চাকে উল্টোপাল্টা ওষুধ নয়, আগে দেখে নিন পুরসভা কী বলছে..
রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতাল কর্তৃপক্ষ বিকল্প ওয়ার্ডের ভাবনা শুরু করেছেন। শিশু চিকিৎসকদের বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
হাসাতাল সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন ধরে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে সর্দি, কাশি ও জ্বর সহ অন্যান্য উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুর সংখ্যা বাড়ছে। কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের শিশু বিভাগে ৪৫টি শয্যা রয়েছে। ক’দিনেই শিশু ভর্তির চাপ এতটাই বেরেছে একটি শয্যায় দু'জন করে শিশুকে রাখতে হচ্ছে। মঙ্গলবার একদিনে ভর্তি শিশুর সংখ্যা ছিল ২১। বুধবার সন্ধ্যা পর্যন্ত নতুন করে ভর্তি হয় ২৬ জন। স্বাভাবিক কারণে হাসপাতালে আলাদা শিশু ইউনিট খোলার ভাবনা ভাবছে হাসপাতাল কর্তৃপক্ষ।
advertisement
হাসপাতাল সুপার চন্দ্রশেখর মাইতি বলেন, "আমরা হাসপাতালে আসা সব শিশুকে ভর্তির ব্যবস্থা করেছি। সবরকম নজদারি রাখা হয়েছে। সংখ্যাটা বাড়ায় আলাদা ইউনিট বা ওয়ার্ড তৈরির ভাবনা শুরু করেছি।"
চিকিৎসকেরা জানাচ্ছেন, এরা অ্যাডিনোভাইরাসে আক্রান্ত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি তবে উপসর্গ অনুযায়ী রাজ্য স্বাস্থ্য দফতরের গাইডলাইন মেনে তাঁদের চিকিৎসা চালানো হচ্ছে। অভিভাবকদের মধ্যেও সচেতনতা বেড়েছে তার ফলে অনেকেই সময় নষ্ট না করে আক্রান্ত শিশুদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসছেন।
advertisement
আক্রান্ত শিশুদের আত্মীয় পরিজনরা বলছেন একই বেডে একাধিক শিশুকে রাখতে হচ্ছে তার ফলে একজনের থেকে অন্যজনে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে। তাই এই হাসপাতালে শিশুদের জন্য বেড ও চিকিৎসকের সংখ্যা বাড়ানো প্রয়োজন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Adenovirus: কালনাতেও থাবা বসাচ্ছে অ্যাডিনোভাইরাস, গড়ে ২০টি শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement