North 24 Parganas News: সাধারণ ব্যস্ত রাস্তা, হঠাত্ বিকট শব্দ, ওপর থেকে হুড়মুড়িয়ে...রাতের অন্ধকারে ভয়ঙ্কর কাণ্ড
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
জেলা সদর শহরের সঙ্গে ব্যারাকপুরের যোগাযোগের অন্যতম মাধ্যম এই রাস্তা। রাস্তার দুপাশে রয়েছে বেশ কিছু পুরনো বৃহৎ আকৃতির গাছ। আর সেই গাছের মোটা ডাল ভেঙে এদিন ঘটলো বিপত্তি। গুরুতর আহত হলেন এক যুবক।
উত্তর ২৪ পরগনা: রাত থাকায় ব্যস্ততম বারাসাত ব্যারাকপুর রোডে বড়সড় দুর্ঘটনা ঘটে গেল। দিনের অন্যান্য সময় এই রাস্তা ব্যবহার করেই প্রতিদিন হাজার হাজার যানবাহন পথচারীরা যাতায়াত করে থাকেন। জেলা সদর শহরের সঙ্গে ব্যারাকপুরের যোগাযোগের অন্যতম মাধ্যম এই রাস্তা।
রাস্তার দুপাশে রয়েছে বেশ কিছু পুরনো বৃহৎ আকৃতির গাছ। আর সেই গাছের মোটা ডাল ভেঙে এদিন ঘটলো বিপত্তি। গুরুতর আহত হলেন এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বারাসত থানার পুলিশ। রাস্তায় ডাল ভেঙে পড়ায় সাময়িক বন্ধ হয়ে পড়ে যান চলাচল।
advertisement
advertisement
স্থানীয় মানুষদের দাবি, দীর্ঘদিনের পুরনো গাছ হওয়ায়, বৃহৎ আকৃতির বিপজ্জনক ভাবে ঝুলে থাকা ডাল কাটার জন্য একাধিকবার বারাসত পুরসভা ও বনদফতরকে জানিয়েও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
এক প্রত্যক্ষদর্শী জানান, রাতে আচমকাই বিকট শব্দ করে গাছের ডালটি ভেঙে পরে, সেই মুহূর্তে অনেক মানুষ থাকতে পারত ওই জায়গায়। কিন্ত কিছু বাইক রাখা ছিল এবং ওই যুবক সেই মুহুর্তে গাছের তলায় পরে যায়, এবং তার গায়ের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পরে গাছের ডাল। স্থানীয়রাই ছুটে এসে গাছের ডাল সরিয়ে তাকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যায়।
advertisement
জানা যায়, যুবকের নাম দ্বীপ দাস, বয়স ২৪ বছর, বাড়ি নীলগঞ্জ এলাকায়। এখন প্রশ্ন, জাতীয় সড়ক বা রাজ্য সড়কের ধারে এই প্রাচীন গাছ কেটে ফেলার সিদ্ধান্ত যখন সরকার তরফ থেকে নেওয়া হয় তখন স্থানীয় মানুষজন এবং গাছ প্রেমী মানুষরা আন্দোলনে নামেন। গাছ বাঁচানোর পক্ষে বিক্ষোভ প্রদর্শন করেন সরকারের বিরুদ্ধে। আবার সেই প্রাচীন গাছ ভেঙে যখন কোন দুর্ঘটনা ঘটে তখন সরকার, প্রশাসনের বিরুদ্ধেই সোচ্চার হয়। তাহলে এই ধরনের দুর্ঘটনা থেকে বাঁচার উপায় কি! পরবর্তীতে গাছের ডাল সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 10, 2023 3:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: সাধারণ ব্যস্ত রাস্তা, হঠাত্ বিকট শব্দ, ওপর থেকে হুড়মুড়িয়ে...রাতের অন্ধকারে ভয়ঙ্কর কাণ্ড