AC Local Train: প্রথম বার গড়াল এসি লোকালের চাকা! কখন কোন স্টেশন থেকে পাবেন বাতানুকূল লোকাল? জেনে নিন

Last Updated:

AC Local Train: সর্বসাধারণের জন্য আজ থেকেই রানাঘাট স্টেশন থেকে শিয়ালদা উদ্দেশে রওনা এসি লোকাল ট্রেনের । সকাল থেকেই আগ্রহের সঙ্গে ট্রেনে চড়তে ভিড় যাত্রী সাধারণের

+
এসি

এসি লোকাল ট্রেন 

রানাঘাট, নদিয়া, মৈনাক দেবনাথ: সর্বসাধারণের জন্য আজ, সোমবার, ১১ অগাস্ট থেকেই রানাঘাট স্টেশন থেকে শিয়ালদহের উদ্দেশে রওনা দিল এসি লোকাল ট্রেনের । সকাল থেকেই আগ্রহের সঙ্গে ট্রেনে চড়তে ভিড় করেন যাত্রীরা। রবিবার আনুষ্ঠানিকভাবে শিয়ালদহ স্টেশন থেকে উদ্বোধন করা হয়েছে শিয়ালদহ ডিভিশনের প্রথম এসি লোকাল ট্রেনের। কেন্দ্রের দুই প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার-সহ বিজেপি সাংসদ এবং রাজ্যসভার সাংসদরা উপস্থিত ছিলেন গতদিনের অনুষ্ঠানে। তার পর শিয়ালদহ থেকে রানাঘাটে আসে এসি লোকাল। সোমবার থেকে জনসাধারণের জন্য ট্র্যাকে গড়াল বাংলার প্রথম এসি লোকাল ট্রেনের চাকা।
সকাল থেকেই সাধারণ মানুষের মধ্যে উদ্দীপনা শেষ ছিল না এসি লোকাল ট্রেনে চড়ে শিয়ালদহের উদ্দেশে রওনা হওয়ার। সকাল ৮:২৯ মিনিটে ট্রেন রানাঘাট স্টেশন থেকে শিয়ালদহের উদ্দেশে রওনা দিল। যাত্রীরা জানাচ্ছেন অভাবনীয় পরিকল্পনা পূর্ব রেলের। তাঁরা কোনও দিন ভাবতেও পারেননি সাধারণ মানুষ এসি লোকাল ট্রেনে চড়ে শিয়ালদা যাবেন। তবে তাঁদের একটাই চিন্তা-সাধারণ মানুষ কতটা ঠিক ঠাক ভাবে রাখতে পারবে এই এসি লোকাল ট্রেন? তবে রানাঘাট থেকে শিয়ালদহ যেতে আর কোনও কষ্ট করতে হবে না বলেও আশাবাদী তাঁরা। একজোড়া লোকাল ট্রেন পেয়ে অত্যন্ত খুশি নদিয়াবাসী।
advertisement
আরও পড়ুন: ‘এই’ বিশেষ নিয়মে দূরপাল্লার ট্রেনে টিকিট কাটলেই পাবেন বিশাল ছাড়! জানুন ভারতীয় রেলের বড় সুবিধে!
উল্লেখ্য, বহুদিনের দাবি শেষমেশ পূর্ণ হল নদিয়াবাসীর। সোমবার সকালে পূর্ব রেলওয়ের পক্ষ থেকে একজোড়া নতুন লোকাল ট্রেন চালুর ঘোষণা ও উদ্বোধন করা হয়। দীর্ঘদিন ধরে নদিয়া জেলার যাত্রীদের জন্য পর্যাপ্ত লোকাল ট্রেনের অভাবে নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে উঠেছিল। অবশেষে নতুন এই ট্রেন পরিষেবা চালু হওয়ায় যাত্রীদের মুখে হাসি ফুটেছে।
advertisement
advertisement
অন্যদিকে অনেক যাত্রীর মত, বাতানুকূল ট্রেনের ভাড়া অনেক বেশি। মেট্রোতেও এসি পরিষেবা থাকে, তবে সেখানে ভাড়া সাধ্যের মধ্যে। তাই শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেনে চাপতে গেলে নিত্য প্রয়োজনে নয়, বরং শখে সওয়ার হতে হবে। মনে করছেন তাঁরা। এই প্রসঙ্গে সিনিয়র জনসংযোগ ম্যানেজার একলব্য চক্রবর্তীর তাঁর কথায়, ‘‘আমাদের চ্যালেঞ্জ তো অবশ্যই। আশা করি আমরা সফল হব। মানুষ আসবেন।’’
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
AC Local Train: প্রথম বার গড়াল এসি লোকালের চাকা! কখন কোন স্টেশন থেকে পাবেন বাতানুকূল লোকাল? জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement