Death: মুহূর্তে শেষ ফুটফুটে প্রাণ, মৃত্যু সদ্যোজাত শিশুর, নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে বিরাট চাঞ্চল্য
- Reported by:Mainak Debnath
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Death: নদিয়ায় সদ্যোজাত শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের পরিবারের।
নবদ্বীপ: নদিয়ায় সদ্যোজাত শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে! হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের পরিবারের। রাজ্য জুড়ে যেখানে আর জি করের ঘটনায় তোলপাড়, সেখানে দাঁড়িয়ে হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের করল এক রোগীর পরিবার।
এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। জানা যায়, গত শনিবার নবদ্বীপ ১ নং গৌরাঙ্গ কলোনির বাসিন্দা রিমা বিশ্বাস দাস, বয়স আনুমানিক ২২ এর এক গৃহবধূকে গর্ভবতী অবস্থায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, রোগীর পরিবারের অভিযোগ ভর্তির পর থেকেই গৃহবধূর শারীরিক নানা সমস্যা দেখা দেয়, কিন্তু হাসপাতালের তরফে মেলেনি তেমন কোনও চিকিৎসা।
advertisement
advertisement
পরিবারের অভিযোগ, এমনকি হাসপাতালের তরফে জানানো হয় ডা. দেবরাজ বিশ্বাস আসলে তবেই হবে চিকিৎসা, এমতাবস্থায় মঙ্গলবার সকালে পরিবারকে জানানো হয় গর্ভজাত শিশুটির মৃত্যু হয়েছে। আর তার পরেই ক্ষোভে ফেটে পরে রোগীর পরিবারের সদস্যরা। সাময়িক উত্তেজনাও সৃষ্টি হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ।
advertisement
নদিয়ার ফুলিয়া লালমাঠ এলাকার বাসিন্দা গৃহবধূর স্বামী দীপঙ্কর বিশ্বাস জানান, “শনিবার আমার স্ত্রী কে ভর্তি করেছিলাম তারপর থেকে হাসপাতালের তরফে মিলেছে শুধুই গাফিলতি, আর সেই কারণেই আমার স্ত্রীর সদ্যোজাত সন্তানের মৃত্যু হয়েছে, আমি চাই এই ঘটনার সঠিক তদন্ত হোক ও দোষীদের শাস্তি হোক।”এর পাশাপাশি চিকিৎসায় গাফিলতির অভিযোগে নবদ্বীপ থানায় একটি লিখিত অভিযোগও জানিয়েছেন তারা।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 19, 2024 8:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Death: মুহূর্তে শেষ ফুটফুটে প্রাণ, মৃত্যু সদ্যোজাত শিশুর, নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে বিরাট চাঞ্চল্য










