Death: মুহূর্তে শেষ ফুটফুটে প্রাণ, মৃত্যু সদ্যোজাত শিশুর, নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে বিরাট চাঞ্চল্য

Last Updated:

Death: নদিয়ায় সদ্যোজাত শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের পরিবারের।

নবদ্বীপে জেনারেল হাসপাতালে শিশু মৃত্যু
নবদ্বীপে জেনারেল হাসপাতালে শিশু মৃত্যু
নবদ্বীপ: নদিয়ায় সদ্যোজাত শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে! হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের পরিবারের। রাজ্য জুড়ে যেখানে আর জি করের ঘটনায় তোলপাড়, সেখানে দাঁড়িয়ে হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের করল এক রোগীর পরিবার।
এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। জানা যায়, গত শনিবার নবদ্বীপ ১ নং গৌরাঙ্গ কলোনির বাসিন্দা রিমা বিশ্বাস দাস, বয়স আনুমানিক ২২ এর এক গৃহবধূকে গর্ভবতী অবস্থায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, রোগীর পরিবারের অভিযোগ ভর্তির পর থেকেই গৃহবধূর শারীরিক নানা সমস্যা দেখা দেয়, কিন্তু হাসপাতালের তরফে মেলেনি তেমন কোনও চিকিৎসা।
advertisement
advertisement
পরিবারের অভিযোগ, এমনকি হাসপাতালের তরফে জানানো হয় ডা. দেবরাজ বিশ্বাস আসলে তবেই হবে চিকিৎসা, এমতাবস্থায় মঙ্গলবার সকালে পরিবারকে জানানো হয় গর্ভজাত শিশুটির মৃত্যু হয়েছে। আর তার পরেই ক্ষোভে ফেটে পরে রোগীর পরিবারের সদস্যরা। সাময়িক উত্তেজনাও সৃষ্টি হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ।
advertisement
নদিয়ার ফুলিয়া লালমাঠ এলাকার বাসিন্দা গৃহবধূর স্বামী দীপঙ্কর বিশ্বাস জানান, “শনিবার আমার স্ত্রী কে ভর্তি করেছিলাম তারপর থেকে হাসপাতালের তরফে মিলেছে শুধুই গাফিলতি, আর সেই কারণেই আমার স্ত্রীর সদ্যোজাত সন্তানের মৃত্যু হয়েছে, আমি চাই এই ঘটনার সঠিক তদন্ত হোক ও দোষীদের শাস্তি হোক।”এর পাশাপাশি চিকিৎসায় গাফিলতির অভিযোগে নবদ্বীপ থানায় একটি লিখিত অভিযোগও জানিয়েছেন তারা।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Death: মুহূর্তে শেষ ফুটফুটে প্রাণ, মৃত্যু সদ্যোজাত শিশুর, নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে বিরাট চাঞ্চল্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement