Child Marriage: জোর করে বিয়ে! পড়াশোনার জন্য বাড়ি থেকে পালিয়ে যা করল নাবালিকা, পুলিশ আসতেই...

Last Updated:

Child Marriage: বড় হয়ে সে ডাক্তার হতে চায়, আর সেই কারনেই পরিবার থেকে বিয়ে ঠিক করায় এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে থাকল এক নাবালিকা।

পড়াশোনার জন্য বাড়ি থেকে পালিয়ে যা করল নাবালিকা
পড়াশোনার জন্য বাড়ি থেকে পালিয়ে যা করল নাবালিকা
বড় হয়ে সে ডাক্তার হতে চায়, আর সেই কারনেই পরিবার থেকে বিয়ে ঠিক করায় এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে থাকল এক নাবালিকা। ভগবানগোলা থানা এলাকার ওই নাবালিকার সঙ্গে সাগরদিঘির এক পাত্রের বিয়ে ঠিক করে পরিবারের লোকেরা। ১৪বছর বয়সি হাই মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্রী ওই নাবালিকার থেকে পাত্র ১২ বছরের বড়ো। বিয়েতে সে রাজি না থাকায় জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।
ছোট থেকে পড়াশোনায় অত্যন্ত মেধাবী। এই বছর পরীক্ষায় দ্বিতীয় হয়েছে সে। তাই পড়াশোনা করার তাগিদে নিজের বিয়ে বন্ধ করতে বাড়ি থেকে পালিয়ে এসে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে থাকে ওই নাবালিকা। খবর পেয়ে ভগবানগোলা থানার পুলিশ এসে ওই নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যায়। ভগবানগোলা থানার পুলিশ ও ব্লক প্রশাসনের তৎপরতায় পরিবারের থেকে মুচলেখা লিখিয়ে নেওয়া হয় ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না। ওই নাবালিকা বলে, আমি পড়াশোনা করে ডাক্তার হতে চাই। কিন্তু বাড়ি থেকে জোর করে আমার বিয়ে দিয়ে দিচ্ছিল। আমি বিয়েতে রাজি ছিলাম না। আমাকে মারধর করেছে। তাই বিয়ে বন্ধ করতে আমি পালিয়ে আসি। আমি এখন বিয়ে করব না আরও পড়াশোনা করতে চাই।
advertisement
advertisement
নাবালিকার মা বলেন, আমার মেয়ের কোথাও বিয়ে ঠিক হয়নি। ও মিথ্যা কথা বলছে। আমার মেয়েকে ফাঁসানো হয়েছে। বাল্যবিবাহ বন্ধ করতে প্রশাসনের পক্ষ নানান কৌশল অবলম্বন করা হলেও, লাগাতার প্রচার চালানো হলেও সচেতন হতে পারছেন না অনেক বাবা মায়েরাই। কিন্তু পড়াশোনা করার তাগিদে নিজের বিয়ে বন্ধ করার এই উদ্যম নজির তৈরি করবে সব মেয়ের কাছে।
advertisement
বড় হয়ে সে ডাক্তার হতে চায়, আর সেই কারনেই পরিবার থেকে বিয়ে ঠিক করায় এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে থাকল এক নাবালিকা। ভগবানগোলা থানা এলাকার ওই নাবালিকার সঙ্গে সাগরদিঘির এক পাত্রের বিয়ে ঠিক করে পরিবারের লোকেরা। ১৪ বছর বয়সি হাই মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্রী ওই নাবালিকার থেকে পাত্র ১২ বছরের বড়ো। বিয়েতে সে রাজি না থাকায় জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Child Marriage: জোর করে বিয়ে! পড়াশোনার জন্য বাড়ি থেকে পালিয়ে যা করল নাবালিকা, পুলিশ আসতেই...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement