South 24 Parganas News: বাঘ নয়,তাহলে এ কী ভয়ঙ্কর প্রাণী এল!সুন্দরবনের ট্র্যাপ ক্যামেরায় যা ধরা পড়ল,দেখেই শিউরে উঠছে সকলে
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Sudip Paul
Last Updated:
South 24 Parganas News: বাঘ নয়, এবার সুন্দরবনের জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল বিরল এক প্রাণী। যা দেখলে আঁতকে উঠবেন। সুন্দরবনে শুরু গবেষণা।
দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: বাঘ নয়, এবার সুন্দরবনের জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল বিরল এক প্রাণী। যা দেখলে আঁতকে উঠবেন। নাম মেলানিস্টিক লেপার্ড ক্যাট। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই। জিনগত প্রভেদে কালচে চেহারার লেপার্ড ক্যাটের প্রামাণ্য ছবি ভারত ভূখণ্ডে থাকা সুন্দরবনে বিরলতম হিসেবেই ধরা হচ্ছে।
বাঘের ঘরে এমন ঘটনা ঘটায় উচ্ছসিত বিজ্ঞানমহল। ২০২৪-২৫ সালের জাতীয় বাঘশুমারির কাজের সময়ে বসানো ‘ইনফ্রারেড’ ও ‘ভিজ়িবল রেঞ্জ’ ক্যামেরাতেই ধরা পড়েছে এই মেলানিস্টিক লেপার্ড ক্যাটের ছবি। ৬টি জায়গায় এর অস্তিত্ব মিলেছে। দক্ষিণ ২৪ পরগনা ডিভিশনের রায়দিঘি রেঞ্জের ধুলিভাসানি, হেড়োভাঙা এবং আজমলমারি এলাকায় ছবি উঠেছে এই মেলানিস্টিক লেপার্ড ক্যাটের। মনে করা হচ্ছে সুন্দরবনে একটা বড় এলাকা জুড়েই বসতি রয়েছে এই প্রাণীর। এই ব্যাপারে আরও খোঁজখবর শুরু হয়েছে।
advertisement
সুন্দরবন টাইগার রিজার্ভের ফিল্ড ডিরেক্টর রাজেন্দ্র জাখর, ডেপুটি ফিল্ড জাস্টিন জোন্স ও গবেষক দেবজ্যোতি ঘোষ ইতিমধ্যে এ নিয়ে গবেষণা চালাচ্ছেন। লেপার্ড ক্যাট নিশাচর। ওদের দেখা পাওয়া খুব সহজ নয়। তার উপর মেলানিস্টিক লেপার্ড ক্যাটের যে ছবি এসেছে, তা একেবারেই বিরল। ফলে খুব শীঘ্রই সুন্দরবনের একটি নতুন দিকের পর্দা সরে যেতে পারে সকলের কাছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ৪৭ বছরের খরা কাটিয়ে বিশ্বজয়, একের পর এক রেকর্ড! ২০২৫ ভারতীয় মহিলা ক্রিকেট দলের স্বপ্নের বছর
সুন্দরবনে এই প্রাণীর অস্তিত্ব নিয়ে আরোও গবেষণা হবে। ঘটনাচক্রে এই প্রাণীটি ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে প্রথমবার একটি ছবি পাওয়া গিয়েছিল। তবে দীর্ঘদিন আর দেখা পাওয়া যায়নি। এবার এক যুগ পর তার বিশাল বসতির সন্ধান মিলেছে। ফলে সুন্দরবন নিয়ে নতুন করে ভাবনার সময় এসেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 31, 2025 1:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: বাঘ নয়,তাহলে এ কী ভয়ঙ্কর প্রাণী এল!সুন্দরবনের ট্র্যাপ ক্যামেরায় যা ধরা পড়ল,দেখেই শিউরে উঠছে সকলে










