৪৭ বছরের খরা কাটিয়ে বিশ্বজয়, একের পর এক রেকর্ড! ২০২৫ ভারতীয় মহিলা ক্রিকেট দলের স্বপ্নের বছর
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Indian Women Cricket Team: ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে ২০২৫ সাল চিরস্মরণীয় হয়ে থাকবে। ১৯৭৮ সালে প্রথম মহিলা ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়ে হতাশাজনক শুরু হলেও, দীর্ঘ ৪৭ বছরের অপেক্ষার অবসান ঘটে ঘরের মাঠে আইসিসি শিরোপা জয়ের মধ্য দিয়ে।
ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে ২০২৫ সাল চিরস্মরণীয় হয়ে থাকবে। ১৯৭৮ সালে প্রথম মহিলা ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়ে হতাশাজনক শুরু হলেও, দীর্ঘ ৪৭ বছরের অপেক্ষার অবসান ঘটে ঘরের মাঠে আইসিসি শিরোপা জয়ের মধ্য দিয়ে। ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ভরা গ্যালারির সামনে সেই ঐতিহাসিক মুহূর্ত দেশের ক্রিকেটপ্রেমীদের আবেগে ভাসিয়ে দেয়।
advertisement
এই সাফল্যের ভিত তৈরি হয়েছিল বছরের শুরু থেকেই। স্মৃতি মন্ধানার নেতৃত্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩–০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাসী সূচনা করে ভারত। সেই সিরিজে প্রতিকা রাওয়াল নিজের জায়গা পোক্ত করেন। এরপর এপ্রিল–মে মাসে শ্রীলঙ্কায় দক্ষিণ আফ্রিকাকে সঙ্গে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজেও শিরোপা জিতে নেয় হরমনপ্রীত কউরের দল।
advertisement
advertisement
advertisement
advertisement
ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেফালি ভার্মার গুরুত্বপূর্ণ ৮৭ রানের ইনিংস ও দীপ্তি শর্মার পাঁচ উইকেটে ভারত ৫২ রানে জয় পায়। প্লেয়ার অব দ্য সিরিজ দীপ্তির নেতৃত্বে এই জয় শুধু একটি শিরোপাই নয়, বরং নতুন প্রজন্মের ভারতীয় নারী ক্রিকেটারদের উত্থানের ঘোষণাও বটে। ২০২৬-এ এই ধারা বজায় রাখতে মরিয়া ভারতের মেয়েরা।







