Murshidabad News: বাস প্রতীক্ষালয় থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার, গ্রেফতার এক যুবক
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Murshidabad News: হরিহরপাড়ার কেবলরামপুর এলাকার একটি বাস প্রতীক্ষালয় থেকে উদ্ধার হল একটি আগ্নেয়াস্ত্র ও দুটি তাজা কার্তুজ। ঘটনাস্থল থেকেই এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বহরমপুর, কৌশিক অধিকারী: হরিহরপাড়ার কেবলরামপুর এলাকার একটি বাস প্রতীক্ষালয় থেকে উদ্ধার হল একটি আগ্নেয়াস্ত্র ও দুটি তাজা কার্তুজ। ঘটনাস্থল থেকেই এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
advertisement
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম মনজুর আলি, বাড়ি হরিহরপাড়া থানার অন্তর্গত পাথরঘাটা এলাকায়। শনিবার রাতে কেবলরামপুরের বাস প্রতীক্ষালয়ে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল মনজুর। গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়-এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায় এবং ধৃতকে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র (.303 বোরের রাইফেল) এবং দুটি তাজা কার্তুজ। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়।
advertisement
সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায়। পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত অসৎ কোনো উদ্দেশ্যে বাস প্রতীক্ষালয়ে ঘোরাফেরা করছিল। তার আগে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে। তার কাছে থাকা একটি আগ্নেয়াস্ত্র ও দুটি তাজা কার্তুজ বাজেয়াপ্ত করে পুলিশ।
advertisement
পুলিশ জানিয়েছে, ধৃত ওই এলাকায় কী উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল এবং তার কাছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কেন ছিল, তা জানতে তদন্ত করে দেখছে হরিহরপাড়া থানার পুলিশ। ধৃতকে পুলিশের হেফাজতে নিয়ে আগামী দিনে তদন্ত করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 10, 2025 8:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: বাস প্রতীক্ষালয় থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার, গ্রেফতার এক যুবক

