এক মাসের ব্যবধানে উদ্ধার সাত দেহ! কী ঘটছে দ্বারকেশ্বর নদীতে? শুনলে আঁতকে উঠবেন
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
চলতি বর্ষায় দ্বারকেশ্বর নদীতে জল বাড়ার পর থেকেই অঘটন ঘটতে শুরু করেছে।
বিষ্ণুপুর, বাঁকুড়া: চলতি বর্ষায় দ্বারকেশ্বর নদীতে জল বাড়ার পর থেকেই অঘটন ঘটতে শুরু করেছে। এক মাসের ব্যবধানে উদ্ধার হচ্ছে একাধিক মৃতদেহ। এবার, বিষ্ণুপুর থানার দমদমা ঘাট সংলগ্ন দ্বারকেশ্বর নদী থেকে ৬০ বছর বয়সী এক মহিলার মৃতদেহ উদ্ধার করল বিষ্ণুপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম মালা সিট, বাড়ি ওন্দা থানার আলিথা গ্রামে। স্থানীয় সূত্রে খবর, এদিন দ্বারকেশ্বর নদীর জলে স্রোতে এক মহিলার মৃতদেহ ভেসে আসতে দেখে দমদমা ফেরিঘাটের মাঝিরা। তড়িঘড়ি ওই মৃতদেহ টেনে নদীর পাড়ে নিয়ে আসা নিয়ে আসা হয়।
এরপরেই খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায়, তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে নদীতে স্নান করতে এসে কোন কারণে জলে তলিয়ে যায় ওই মহিলা। যার ফলে জলের ডুবেই তার মৃত্যু হয়। যদিও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলে সঠিক কারণ জানা যাবে।
advertisement
advertisement
গত এক মাসের ব্যবধানে বিষ্ণুপুর মহকুমায় দ্বারকেশ্বর নদীর জলে মৃত্যু হয় সাতজনের। এদের মধ্যে এক শিশু-সহ এবং তিন ছাত্রও রয়েছে। গত ২৫ জুন সুভাষপল্লী থেকে উদ্ধার হয়েছিল নবম শ্রেণীর তিন ছাত্রের দেহ। ২৬ জুন সাম্রোঘাট থেকে ১০ বছরের এক শিশুর দেহ উদ্ধার করে ইন্দাস থানার পুলিশ। ৪ জুলাই আবারও সুভাষপল্লী থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করেছিল বিষ্ণুপুর থানার পুলিশ। এরপর ১২ জুলাই বিষ্ণুপুর থানার অবন্তিকা সংলগ্ন তারকেশ্বর নদীর জল থেকে এক যুবকের দেহ উদ্ধার করেছিল পুলিশ। এদিন আরও এক মৃতদেহ উদ্ধার করল পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 20, 2025 12:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এক মাসের ব্যবধানে উদ্ধার সাত দেহ! কী ঘটছে দ্বারকেশ্বর নদীতে? শুনলে আঁতকে উঠবেন