West Medinipur : জলের তলায় রাস্তা, স্পিড বোটে অসুস্থকে হাসপাতালে নিয়ে গেলেন মহকুমা শাসক
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
West Medinipur News: জলমগ্ন ঘাটাল। একাধিক পৌর এলাকায় এখনও পর্যন্ত ডুবে রয়েছে রাস্তাঘাট। প্রায় দশ দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনও বন্যার জল শুকানোর নাম গন্ধ নেই। সেই সঙ্গে জনগণের দুর্ভোগ তো দিনদিন চরমে উঠছে।
ঘাটাল,পশ্চিম মেদিনীপুর: জলমগ্ন ঘাটাল। একাধিক পৌর এলাকায় এখনও পর্যন্ত ডুবে রয়েছে রাস্তাঘাট। প্রায় দশ দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনও বন্যার জল শুকানোর নাম গন্ধ নেই। সেই সঙ্গে জনগণের দুর্ভোগ তো দিনদিন চরমে উঠছে। অস্বস্তিকর পরিস্থিতিতে দমবন্ধ মানুষজনের।এই জলযন্ত্রনায় আজ আবারও এক বৃদ্ধার বিপদে মানবিক ভূমিকায় দেখা গেল মহকুমা শাসকের।
একদিকে রাস্তাঘাট ডুবে থাকার কারণে ঘাটালের গ্রামীণ এলাকা ও পৌর এলাকায় পৌঁছচ্ছে না কোনও গাড়ি। যান চলাচল বন্ধ রয়েছে। আর তারই মাঝে আজ হঠাৎই ঘটল অঘটন। কথায় আছে না অসুস্থতা বলে কয়ে আসে না। ঠিক তাই, ঘাটালের ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা রেবা রানী ঘোষ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এমনিতেই বয়স্ক। আর শিশু আর বয়স্কদেরই এই বন্যা পরিস্থিতিতে বেশি সঙ্কটে পড়তে হয়।
advertisement
advertisement
চিন্তিত হয়ে পড়েন পরিবার কী ভাবে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন এই ভেবে! তবে প্রথম থেকেই প্রশাসন এই বিষয়ে ভীষণ তৎপর খাবার থেকে জল কিংবা চিকিৎসা পরিষেবা সব বিষয়েই ঘাটাল প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় ছুটে যাচ্ছে সমস্যা মেটাতে, এবারেও অন্যথা হল না।
advertisement
এক্ষেত্রেও তাই,খবর যায় ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের কাছে মহাকুমা শাসক খবর পেয়ে তড়িঘড়ি স্পিড বোটে করে পৌঁছে রেবা রানি ঘোষকে উদ্ধার করে ঘাটালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। মহকুমা শাসকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সর্বস্তরের মানুষজন। বন্যায় যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ,তাতে থেমে গিয়েছে তাঁদের জীবন জীবিকা।
আরও পড়ুন: বিছানায় সোফায় কুটকুট করে কামড়াচ্ছে ‘ছারপোকা’…? বংশ ‘ধ্বংস’ করুন তুড়িতে, শিখে নিন মোক্ষম ‘টোটকা’!
ঠিক তেমনই এই পরিস্থিতিতে ত্রাতার ভূমিকা পালন করতে পিছপা হয়নি প্রশাসন। আজ তাই সহযোগিতার হাত বাড়িয়ে মহাকুমা শাসক প্রমাণ করে দিলেন এটা তাঁর কর্তব্য ও সমাজের প্রতি দায়িত্ব। তবে বিপদের দিনে যখন অনেকেই নিজেদের দায়বদ্ধতা ভুলে যায় সেখানে সুমন বিশ্বাসের কর্মকাণ্ড নজিরবিহীন।
advertisement
মিজানুর রহমান
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 20, 2025 12:28 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur : জলের তলায় রাস্তা, স্পিড বোটে অসুস্থকে হাসপাতালে নিয়ে গেলেন মহকুমা শাসক