Murshidabad News: মুর্শিদাবাদ থেকে ফের উদ্ধার তাজা বোমা, পঞ্চায়েত ভোটের আগে বাড়ছে উদ্বেগ
- Edited by:Sudip Paul
- hyperlocal
Last Updated:
মঙ্গলবার দুপুরে বহরমপুরের গোরাবাজার এলাকায় কুমার হস্টেলের কাছে গঙ্গার ধার থেকে এই তাজা ছটি সকেট বোমা দেখতে পান স্হানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে সেগুলি উদ্ধার করে।
মুর্শিদাবাদঃ পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে তাজা বোমা। যা আতঙ্ক তৈরি করছে সাধারণ মানুষের মনে। এবার মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে উদ্ধার হল সকেট বোমা। মঙ্গলবার দুপুরে বহরমপুরের গোরাবাজার এলাকায় কুমার হস্টেলের কাছে গঙ্গার ধার ৬টি তাজা সকেট বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনার জেরে সাময়ীকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
এরপর তড়িঘড়ি থানায় খবর দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ। পুলিশ পৌছে ঘটনাস্থল ঘিরে ফেলে। পুলিশ বোম স্কোয়ার্ডে খবর দিলে প্রতিনিধি দলকে খবর দেওয়া হয়। বোম স্কোয়ার্ড এসে বোমাগুলিক উদ্ধার করে নিয়ে যায় ও পরে ত নিষ্ক্রীয় করা হয়। কি কারণে, কে বা কারা এই সকেট বোমা রেখে গেল তার তদন্ত শুরু হয়েছে। সম্প্রতি নওদাতে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় দুইজনের। তারপরেও কীভাবে এত পরিমাণে বোমা উদ্ধার হচ্ছে তা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন।
advertisement
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৬ই মার্চ বেলডাঙায় উদ্ধার হয় তাজা বোমা। বেলডাঙা থানার অন্তর্গত, মির্জাপুর মল্লিকপাড়া বাঁশ বাগানের মধ্যে সকেট বোমা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বেলডাঙা থানায় খবর দিলে পুলিশ বোমা গুলিকে উদ্ধার করে। পাশাপাশি, গত ৩রা মার্চ তাজা বোমা উদ্ধার হয় বড়ঞাতে। পুলিস অভিযান চালিয়ে জার ভর্তি তাজা বোমা উদ্ধার করে। বড়ঞা থানার অন্তর্গত সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকার ময়ুরাক্ষী নদীর বাঁধের কাছে থেকে জার ভর্তি ৭টি তাজা বোমা উদ্ধার করা হয়। পঞ্চায়েত ভোটের আগে লাগাতার বোমা উদ্ধারের ঘটনায় উদ্বেগ ক্রমশ বাড়ছে।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2023 8:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: মুর্শিদাবাদ থেকে ফের উদ্ধার তাজা বোমা, পঞ্চায়েত ভোটের আগে বাড়ছে উদ্বেগ