Murshidabad News | Group C Scam | আদালতের রায়ে চাকরি গিয়েছে মা'র, তারপরই মেয়ের পরিণতি শুনলে পায়ের তলার মাটি সরে যাবে!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Murshidabad News | Group C Scam: আদালতের নির্দেশে মায়ের চাকরি যাওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তরুণী মেয়ে।
মুর্শিদাবাদ: হাইকোর্টের নির্দেশে রাজ্য সরকারের স্কুল শিক্ষা দফতরের গ্ৰুপ সি কান্ডে চাকরি গেল চাকরি বিক্রির অন্যতম অভিযুক্ত কৌশিক ঘোষের বোনের। কোর্টের নির্দেশে চাকরি যায় কৌশিক ঘোষের বোন বিভা ঘোষের। কোর্টের নির্দেশে চাকরি যাওয়ার পর রবিবার বিকেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বিভা ঘোষের মেয়ে রিয়াঙ্কা ঘোষ (২০)। লাভপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি। তবে কী কারণে আত্মহত্যা এখন স্পষ্ট নয়।
বিভা ঘোষের বাড়ি মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত কুরুন্নুরুন গ্রাম পঞ্চায়েতের অধীনে কোগ্ৰাম এলাকায়। ২০১৮ সালে গ্রুপ সি পদে চাকরিতে যোগদান করেন। বীরভূমে সত্যনারায়ণ শিক্ষা নিকেতন গার্লস স্কুলে গ্রুপ সি পদে কর্মরত ছিল বিভা ঘোষ। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে রিয়াঙ্কা ঘোষের মা বিভা ঘোষের চাকরি বাতিল হয়। তবে রিয়াঙ্কা ঘোষ তাঁর পরেই মানসিক অবসাদে ভুগছিলেন। তাঁর মামা কৌশিক ঘোষ এজেন্ট ছিলেন, চাকরি দুর্নীতির কাণ্ডে কৌশিক ঘোষ ইতিমধ্যেই চাকরি দুর্নীতির কাণ্ডে সিবিআইয়ের হেফাজতে রয়েছেন।
advertisement
আরও পড়ুন: মর্মান্তিক দুর্ঘটনা হুগলিতে, লরির চাকায় পিষে মৃত্যু ২ জনের! আহত আরও
পাশাপাশি, তাঁর মা বিভা ঘোষের চাকরি যেতেই এই আত্মহত্যা করে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন বলে জানা গিয়েছে। সোমবার দুপুরে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পেশায় ব্যবসায়ী সুশান্ত ঘোষ ও চাকরি চলে যাওয়া বিভা ঘোষের কন্যা রিয়াঙ্কা ঘোষ।
advertisement
advertisement
আরও পড়ুন: ভুল ট্রেনে উঠে পড়ায় চলন্ত ট্রেন থেকে ঝাঁপ তিন যুবতীর! মারাত্মক ঘটনা পুরুলিয়ায়
বিভা ঘোষের চাকরি যেতেই গত দুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন রিয়াঙ্কা ঘোষ। আর তারপরেই অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। পরিবারের সদস্যদের নজরে এলে দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে। তবে, পরিবারের সদস্যদের দাবি, তাঁর মায়ের চাকরি বাতিল হওয়ার কারণে এই আত্মহত্যা নয়।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 13, 2023 6:37 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News | Group C Scam | আদালতের রায়ে চাকরি গিয়েছে মা'র, তারপরই মেয়ের পরিণতি শুনলে পায়ের তলার মাটি সরে যাবে!