হোম /খবর /হুগলি /
মর্মান্তিক দুর্ঘটনা হুগলিতে, লরির চাকায় পিষে মৃত্যু ২ জনের! আহত আরও

Hooghly News: মর্মান্তিক দুর্ঘটনা হুগলিতে, লরির চাকায় পিষে মৃত্যু ২ জনের! আহত আরও

X
লরির [object Object]

Hooghly News: দ্রুতগতিতে ডানকুনির দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল ওই লরিটি। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লেগে আটকে যায় লরিটি।

  • Share this:

হুগলি: সপ্তাহের প্রথম দিনই মর্মান্তিক দুর্ঘটনা। বাড়ি থেকে বাজার করতে বেরিয়ে বাড়ি ফেরা হল না আর। ওই ব্যক্তি মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন কিন্তু বাবা পৌঁছলেন হাসপাতালে। বাবার দেহ লরির তলায় ঢুকে গেল। ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরে দিল্লি রোডের উপর।

সপ্তাহের প্রথম দিনের সকালে বেপরোয়া লরির ধাক্কায় বেঘোরে প্রাণ হারালেন শঙ্কর মালিক ও জয়ন্ত মাঝি নামে দুই ব্যক্তির। আহত আরও দুই জনকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। লরি চালককে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: আবহাওয়ার ভয়াবহ পূর্বাভাস বাংলায়, ঝড়বৃষ্টিতে কাঁপবে চারিদিক! কবে, কোথায়? জানুন

স্থানীয় সূত্রে খবর, দ্রুত গতিতে ডানকুনির দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল ওই লরিটি। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি চার চাকা গাড়ি ও পড়ে তিনটি বাইককে চাপা দিয়ে ইটের পাজায় ধাক্কা লেগে আটকে যায় লরিটি। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা। দীর্ঘক্ষণ ধরে লরির তলায় আটকে থাকে এক ব্যক্তির মৃতদেহ। স্থানীয় মানুষরা রাস্তা বন্ধ করে অবরোধ করতে শুরু করেন।

আরও পড়ুন: ভুল ট্রেনে উঠে পড়ায় চলন্ত ট্রেন থেকে ঝাঁপ তিন যুবতীর! মারাত্মক ঘটনা পুরুলিয়ায়

ক্রেন নিয়ে লরি সরানোর চেষ্টা করে পুলিশ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগের তীর ছুড়েছেন কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের ওপর। তাঁদের দাবি, সিভিক ভলেন্টিয়াররা ঠিকঠাক ভাবে কাজ করছে না বলেই দুর্ঘটনা বেড়ে চলেছে ওই রাস্তায়। উত্তেজিত জনতা ঘটনার পর সিভিক ভলেন্টিয়ারদেরও বেধড়ক মারধর করেন। আহত সিভিক ভলেন্টিয়ারদের ভর্তি করা হয় হাসপাতালে। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ওই জায়গায় আর যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা নতুন করে না মাথা ছাড়া দিতে পারে সেই কারণেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে গোটা এলাকায়।

রাহী হালদার

Published by:Raima Chakraborty
First published:

Tags: Hooghly news, Road Accident