West Bengal News: হাওড়া স্টেশনে ধরা পড়ল ৫২ কেজি নিষিদ্ধ সি হর্স! গন্তব্য ছিল চিন, কিন্তু কেন?

Last Updated:

West Bengal News: চিনে এই সি হর্সের মারাত্মক চাহিদা রয়েছে। কারণ বেশ কিছু রোগের ক্ষেত্রে এই সি হর্সের মারাত্মক চাহিদা রয়েছে।

এই সেই সি হর্স
এই সেই সি হর্স
#হাওড়া: হাওড়া স্টেশনে মারাত্মক ঘটনা (West Bengal News)। চেন্নাই থেকে চিনে পাচার করা হচ্ছিল সি হর্স। জানা গিয়েছে, হাওড়া স্টেশন থেকে প্রায় ৫২ কেজি সি হর্স উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য অন্তত কয়েক কোটি টাকা। রাজ্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টিলিজেন্স এবং আরপিএফ-এর একযোগে অভিযানে মেলে এই সাফল্য।
প্রসঙ্গত, চিনে এই সি হর্সের মারাত্মক চাহিদা রয়েছে। কারণ বেশ কিছু রোগের ক্ষেত্রে এই সি হর্সের মারাত্মক চাহিদা রয়েছে। ওই সি হর্সগুলি চেন্নাই থেকে কলকাতা হয়ে চিনে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সি হর্স হল এক ধরনের সামুদ্রিক প্রাণী। এগুলি আকারে খুব একটা বড় হয় না। কিন্তু, চিনা চিকিৎসা শাস্ত্রে এই প্রাণীটির খুবই উপকারী উপযোগিতা আছে।
advertisement
advertisement
উষ্ণ ও নাতিশীতোষ্ণ অঞ্চলের অগভীর সমুদ্রে সি হর্স দেখতে পাওয়া যায়। সি হর্সের মুখ আর গলা ঘোড়ার মতো। সেই কারণেই এক এই বিশেষ নামে ডাকা হয়। একটিনোপটেরিগি পরিবারভুক্ত একটি মেরুদণ্ডী প্রাণীকে মাছ বলার কারণ এরা কানকোর মাধ্যমে শ্বাসকার্য চালায়। এদের চারটি পাখনাও আছে। লম্বা লেজের পিছন দিকে একটি, পেটের ঠিক নীচে একটি, অন্য দুইটি চোয়ালের দু-পাশে। আঁকড়ে ধরার ক্ষমতাযুক্ত বাঁকানো লেজ রয়েছে।
advertisement
তবে, সমুদ্রে সি হর্সের সংখ্যা ক্রমশ কমছে। আর তার জেরেই সি হর্স ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারতেও সি হর্স ধরা ও সমুদ্রিক প্রাণীটি বেচাকেনা নিষিদ্ধ। কিন্তু, চোরাপথে এখনও চলছে সি হর্স কেনাবেচা। আর সেই সূত্রেই এবার হাওড়া থেকে ধরা পড়ল সি হর্স।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: হাওড়া স্টেশনে ধরা পড়ল ৫২ কেজি নিষিদ্ধ সি হর্স! গন্তব্য ছিল চিন, কিন্তু কেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement