Jago Bangla: 'কারও কাছে কোনও খবর থাকলে পুলিশকে জানান'! জাগো বাংলা'য় কেন এমন লিখল তৃণমূল?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Jago Bangla: ইতিমধ্যেই দু'টি ঘটনাতেই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ এবার দলীয় মুখপত্রে ওই দুই খুনের ঘটনার তীব্র নিন্দাও করল তৃণমূল।
#কলকাতা: দুই কাউন্সিলরের খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই বিরোধীরা সুর চড়িয়েছে। ইতিমধ্যেই নবান্নে পুলিশ- প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ রবিবার পুরুলিয়ার ঝালদা এবং উত্তর চব্বিশ পরগণার পানিহাটিতে (Panihati Councillor Murder) কংগ্রেস এবং তৃণমূলের দুই কাউন্সিলর খুন হন৷ ইতিমধ্যেই দু'টি ঘটনাতেই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ এবার দলীয় মুখপত্রে ওই দুই খুনের ঘটনার তীব্র নিন্দাও করল তৃণমূল।
'জাগো বাংলা'য় দুই পুর প্রতিনিধির হত্যার ঘটনার নিন্দা করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, "আমরা কড়া ভাবে নিন্দা করছি। কোনও মৃত্যুই কাম্য নয়। দুঃখজনক। পানিহাটিতে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। ঝালদাতেও আটক হয়েছে। তদন্ত চলছে। তদন্তের যথাযথ পদক্ষেপ সরকার নিয়েছে।''
advertisement
advertisement
আরও লেখা হয়েছে, ''দোষীরা ছাড় পাবে না। তদন্তে কোনও রং দেখা হয় না, হবে না।আমরা দেখতে চাই, এসবের মাথায় কে আছে। বাংলাকে বদনাম করতে পরিকল্পিতভাবে এই চক্রান্ত হচ্ছে। সুপারি কিলার দিয়ে খুন করানো হয়েছে। কারও কাছে কোনও খবর থাকলে পুলিশকে জানিয়ে সহযোগিতা করুন। পুলিশও যা করার করছে। সবাই সতর্ক থাকুন।''
advertisement
জাগো বাংলা-য় আরও লেখা হয়েছে, তৃণমূল যে কোনও খুন-জখমের তীব্র বিরোধী। জগাই-মাধাই-গদাই একজোট হয়ে বাংলার বিরুদ্ধে এসব চক্রান্ত করছে। বাংলা শান্ত। তাকে বদনাম করে নিজেরা হুক্কা হুয়া করার জন্য এই ধরণের অপকর্ম ওরাই করাচ্ছে। তৃণমূল কংগ্রেস তাদের দলীয় মুখপত্র জাগো বাংলায় এই বিবৃতি প্রকাশ করেছে।
advertisement
রবিবার ঝালদায় খুন হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু৷ পানিহাটিতে খুন হন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত৷ এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা৷ বিধানসভাতেও মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছে বিজেপি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 15, 2022 9:51 AM IST

