Farakka: দিল্লি বিস্ফোরণের পর নড়েচড়ে বসেছে জেলা পুলিশ, ৪৪টি সিসিটিভি দিয়ে মোড়ানো হল ফরাক্কা শহর, কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা নজরদারি

Last Updated:

Farakka News: দিল্লি বিস্ফোরণের ঘটনার পর ফরাক্কা শহরের নিরাপত্তা নিয়ে তৎপর হল জঙ্গিপুর জেলা পুলিশ। ফরাক্কা থানার বিভিন্ন এলাকায় বসানো হল আধুনিক ৪৪টি সিসিটিভি। কন্ট্রোল রুম থেকে চালানো হবে নজরদারি।

+
ফরাক্কা

ফরাক্কা থানার বিভিন্ন এলাকায় বসল সিসি ক্যামেরা

ফরাক্কা, মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: ফরাক্কা ব্যারেজ একদিকে যেমন পর্যটন কেন্দ্র ঠিক তেমনই ব্যারেজ পেরোলেই উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম সেতু ফরাক্কা ব্যারেজ। আর এই ব্যারেজ কে কেন্দ্র করে ছোট্ট শহর ফরাক্কা। শহরের নিরাপত্তার কথা মাথায় সুনিশ্চিত করতে এগিয়ে এল জঙ্গিপুর জেলা পুলিশ।
দিল্লি বিস্ফোরণের ঘটনার পর জঙ্গিপুর পুলিশ জেলার ফরাক্কা থানার বিভিন্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা দিয়ে নজরদারি চালাছে। ফরাক্কা থানার উদ্যোগে গোটা এলাকা জুড়ে বসানো হল আধুনিক ৪৪টি সিসি ক্যামেরা। ফরাক্কা থানায় আনুষ্ঠানিকভাবে কন্ট্রোল রুমের উদ্বোধন করেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাও।
আরও পড়ুনঃ  শিশুবাড়ির তেজপাতা যাচ্ছে মুম্বই! বিদেশের বাজারও অদূরে নয়, জীবিকা নিয়ে চওড়া হাসি গ্রামবাসীদের মুখে
মুর্শিদাবাদ জেলার ফরাক্কার একদিক ঝাড়খণ্ড বর্ডার অন্যদিকে মুর্শিদাবাদের শেষ সীমানা। তার পর মালদহ জেলা। এছাড়া ফরাক্কায় তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। ফরাক্কা বাঁধ প্রকল্পের ব্যারেজ, উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের একমাত্র সড়ক পথ। শুধু তাই নয়, ফরাক্কা স্টেশন যেখান থেকে ভারতবর্ষে প্রায় সব রাজ্যেই যাতায়াত করা যায়। তৃতীয় এনটিপিসি তাপ বিদ্যুৎ কেন্দ্রে। যে কারণে গুরুত্বপূর্ণ মোড়, রাস্তা, বাজার ও জনবহুল এলাকায় বসানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শীত পড়তেই আখের রস থেকে গুড় বানানো শুরু, গরম গরম গুড়ের স্বাদ নিতে ভিড় করছেন ক্রেতারা, রইল পদ্ধতি
জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ জানিয়েছেন, শহরের নিরাপত্তার কথা মাথায় রেখেই সিসিটিভির মাধ্যমে থানা থেকে সরাসরি নজরদারি চালানো হবে। অপরাধ দমন, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জন-নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে এই সিসি ক্যামেরা বসানো হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সিসিটিভি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার সাও, অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম, ফরাক্কার জোনাল অ্যাডিশনাল এসপি সৌম্যজীৎ বড়ুয়া, ফরাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন এবং ফরাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্র।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Farakka: দিল্লি বিস্ফোরণের পর নড়েচড়ে বসেছে জেলা পুলিশ, ৪৪টি সিসিটিভি দিয়ে মোড়ানো হল ফরাক্কা শহর, কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা নজরদারি
Next Article
advertisement
৪ ঘণ্টার চেষ্টায় ২৪টি দমকলের ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনা হল! অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ধোঁয়াশা
৪ ঘণ্টার চেষ্টায় ২৪টি দমকলের ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনা হল! কারণ নিয়ে ধোঁয়াশা
  • বড়বাজারের এজরা স্ট্রিটে বৈদ্যুতিন সামগ্রীর দোকানে ভোরে আগুন লাগে, ২৪টি দমকল ইঞ্জিন নিয়ন্ত্রণে আনে.

  • দাহ্য বৈদ্যুতিক সামগ্রী ও সংকীর্ণ রাস্তার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ল্যাডার ব্যবহার সম্ভব হয়নি.

  • প্রাথমিক অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হলেও, ফরেন্সিক পরীক্ষার পরেই আগুনের উৎস নিশ্চিত হবে.

VIEW MORE
advertisement
advertisement