Accident: দিঘা যাওয়ার পথে গাড়িতেই সব শেষ! ভয়াবহ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ৪ জনের, হাড়হিম ঘটনায় শিউরে উঠবেন
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
Accident: ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল কাঁথিতে৷ দইসাই বাসস্ট্যান্ডের কাছে বাস ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে চার জনের। দিঘা যাওয়ার পথে ঘটেছে এই দুর্ঘটনা। মৃতরা সকলেই নদীয়ার বাসিন্দা।
কাঁথি: ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল কাঁথিতে৷ কাঁথি দইসাই -এর কাছে ঘটনাটি ঘটেছে৷ দইসাই বাসস্ট্যান্ডের কাছে বাস ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে চার জনের। দিঘা যাওয়ার পথে ঘটেছে এই দুর্ঘটনা। মৃতরা সকলেই নদীয়ার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে,ছোট গাড়ির ভেতরে থাকা সকলেই মারা গেছে । জানা গেছে, শিবশক্তি নামে বাসটি দীঘা থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে দীঘা দিকে যাচ্ছিল ছোট প্রাইভেট গাড়িটি। সেখানেই বাসের সঙ্গে সংঘর্ষ হয় ।
advertisement
মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই গাড়িতে থাকা সকলেই মারা যান, এমনভাবে ভয়ঙ্কর সংঘর্ষ হয়েছে যার ফলে গাড়ি থেকে মৃতদেহগুলিকে বের করানো কষ্টকর হয়। শেষমেশ অনেক চেষ্টার পর মারিশদা থানার পুলিশ মৃতদেহ গুলি গাড়ি থেকে বের করেছে। ইতিমধ্যেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 16, 2024 1:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: দিঘা যাওয়ার পথে গাড়িতেই সব শেষ! ভয়াবহ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ৪ জনের, হাড়হিম ঘটনায় শিউরে উঠবেন