Lok Sabha Elections 2024: বাবার দেহ সৎকার করে ভোট দিতে ছুটলেন পুত্র-সহ পরিবারের ৩৫ জন সদস্য

Last Updated:

Lok Sabha Elections 2024: বাবার দেহ সৎকার করে ভোট দিতে ছুটলেন পুত্র-সহ পরিবারের ৩৫ জন সদস্য। কারণ অধীর চৌধুরী যাতে বেশি ভোটের ব্যবধানে জয়ী হন।

পরিবারের সদস্যেরা।
পরিবারের সদস্যেরা।
বহরমপুর: বাবার দেহ সৎকার করে ভোট দিতে ছুটলেন পুত্র-সহ পরিবারের ৩৫ জন সদস্য। কারণ অধীর চৌধুরী যাতে বেশি ভোটের ব্যবধানে জয়ী হন। ২০১৯-এর লোকসভা ভোটের দিন বহরমপুরের মাজদিয়ার এলাকার বাসিন্দা রেণুকা মাড্ডি ছেলের মৃতদেহ ফেলে রেখেই ভোট দিতে ছুটে গিয়েছিলেন।
পাঁচ বছর পর ২০২৪-এর লোকসভা নির্বাচনে খানিকটা সেই ঘটনার পুনরাবৃত্তি। কারণটা হল অধীর চৌধুরীর জয় নিশ্চিত করা। ভোটের আগের দিন রবিবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় বহরমপুরের সারগাছি পুলিন্দা এলাকার বাসিন্দা কৃষ্ণচন্দ্র প্রামাণিকের।
advertisement
সোমবার ভোটের দিন কৃষ্ণচন্দ্র প্রামাণিকের দেহ সৎকার করে সকাল ১১টা নাগাদ ভোট দিতে পৌঁছে যান তাঁর পরিবারের প্রায় ৩৫ জন সদস্য। আর সেই খবর পাওয়া মাত্র বুধবার প্রামাণিক পরিবারের সঙ্গে দেখা করতে যান বিদায়ী সাংসদ অধীর চৌধুরী। পরিবারের সকলের সঙ্গে কথা বলেন। অধীর রঞ্জন চৌধুরী তাদের বাড়ি আসায় খুশি সকলেই। কৃষ্ণচন্দ্র প্রামাণিকের ছেলে উত্তম প্রামাণিক বলেন, “অধীর চৌধুরীর প্রতি আমাদের ভালবাসা রয়েছে। আমরা চাই দাদা এই বছরও বিপুল ভোটে জয়লাভ করুন। সেই কারনে আমরা বাবার দেহ সৎকার করে ভোট দিতে গিয়েছিলাম।”
advertisement
কংগ্রেস নেতা মহম্মদ আইনুল হক বলেন, অধীর চৌধুরীর প্রতি মানুষের যে সমর্থন কতটা তা এই ঘটনায় আরও এক বার প্রমাণিত হয়ে গেল। কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী বলেন, “নিজেদের পরিবারের সদস্যকে হারানোর শোক দমন করে শুধুমাত্র আমাকে ভোটে জেতানোর জন্য তাঁরা ভোট দিতে ছুটে গিয়েছিলেন। এটা জানতে পেরে আমি আপ্লুত। এটা আমার কাছে অনেক বড় পাওনা।”
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Lok Sabha Elections 2024: বাবার দেহ সৎকার করে ভোট দিতে ছুটলেন পুত্র-সহ পরিবারের ৩৫ জন সদস্য
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement