Maha Shivratri 2022: মহাশিবরাত্রিতে মহা সমারোহে সেজে ওঠে রাজবাড়িতে ৩৫০ বছরের প্রাচীন শিবমন্দির

Last Updated:

Maha Shivratri 2022: অনেকেই জানেন না বর্ধমানেই রয়েছে মহাদেবের বহু পুরনো একটি দেবালয়। যা মহারাজ উদয়চাঁদ মহতাবের প্রতিষ্ঠিত মন্দির।

প্রায় সাড়ে ৩৫০ বছরের পুরনো এই ভুবনেশ্বর শিব মন্দির বর্ধমান রাজবাড়ির (Bardhaman Rajbari) চত্বরেই প্রতিষ্ঠিত
প্রায় সাড়ে ৩৫০ বছরের পুরনো এই ভুবনেশ্বর শিব মন্দির বর্ধমান রাজবাড়ির (Bardhaman Rajbari) চত্বরেই প্রতিষ্ঠিত
বর্ধমান : শিবরাত্রির দিন মহাদেবের মাথায় জল ঢেলে পুণ্য অর্জন করে থাকেন ভক্তরা। শিবরাত্রির দিনটা শিব ভক্তদের কাছে গুরুত্বপূর্ণ পার্বণ। এদিন শিব ভক্তরা নিজের আশা, মনোবাঞ্ছা নিয়ে যান মহাদেবের পদতলে।
১০৮ শিব মন্দির, বর্ধমানেশ্বর মন্দির এসবই মহাদেবের ভক্তদের কাছে পরিচিত একটি স্থান। কিন্তু অনেকেই জানেন না বর্ধমানেই রয়েছে মহাদেবের বহু পুরনো একটি দেবালয়। যা মহারাজ উদয়চাঁদ মহতাবের প্রতিষ্ঠিত মন্দির। প্রায় সাড়ে ৩৫০ বছরের পুরনো এই ভুবনেশ্বর শিব মন্দির বর্ধমান রাজবাড়ির (Bardhaman Rajbari) চত্বরেই প্রতিষ্ঠিত।
কথিত, প্রথমে শিবলিঙ্গ মাটি ফুঁড়ে উঠেছিলেন এখানে । তার পর স্বপ্নাদেশ পান মহারাজ উদয়চাঁদ মহাতাব। তার পরই তিনি প্রতিষ্ঠা করেন শিবলিঙ্গ। এরপর থেকেই পূজিত হন ভুবেনেশ্বর। যা আজও বহু শিব ভক্তের কাছে একটি আদর্শ স্থান। স্থানীয়দের কাছে ভুবনেশ্বর হল শিব স্বয়ম্ভু।
advertisement
advertisement
আরও পড়ুন : মহাশিবরাত্রিতে উপবাস করবেন তো? এই নিয়মগুলি অবশ্যই মানুন
আজও শিবরাত্রির দিন সাজানো হয় ভুবনেশ্বর শিব মন্দির। অগণিত ভক্ত আসেন এখানে । রাজবাড়িতে দুর্গাপুজো, রথ, ঝুলনের মত ধুমধাম করেই পালিত হয় শিবরাত্রি। ঐতিহ্য মেনে মন্দিরের সেবায়েতরা আয়োজন করেন শিবপুজোর । এদিন সকাল থেকেই শিব ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো।
advertisement
আরও পড়ুন : কোভিড-১৯ পরিস্থিতিতে কীভাবে পালন করবেন মহাশিবরাত্রি তিথি?
বছরের অন্যান্য দিন রাজবাড়ির চত্বর ফাঁকা থাকলেও , দুর্গাপুজো, রথ, ঝুলন এর মত শিবরাত্রিতেও রাজবাড়ি হয়ে ওঠে চাঁদের হাট। শিবরাত্রির উৎসবে মেতে ওঠেন সকলে । মন্দিরটি অন্যান্য শিব মন্দিরের মত ঝাঁ-চকচকে না হলেও, ভুবনেশ্বরের মাহাত্ম্য অনেক যা বলাই বাহুল্য ।
advertisement
(প্রতিবেদন: মালবিকা বিশ্বাস)
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Maha Shivratri 2022: মহাশিবরাত্রিতে মহা সমারোহে সেজে ওঠে রাজবাড়িতে ৩৫০ বছরের প্রাচীন শিবমন্দির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement