Mahashivratri 2022: কোভিড-১৯ পরিস্থিতিতে কীভাবে পালন করবেন মহাশিবরাত্রি তিথি?
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
কৃষ্ণা চতুর্দশীর রাতে পাঠ করা হয় শৈব আরাধনার মন্ত্র৷(Mahashivratri 2022)
সনাতন ধর্মে মহাশিবরাত্রি অন্যতম পুণ্যলগ্ন৷ নিষ্ঠা ও ভক্তি নিয়ে পুণ্যার্থীরা পালন করেন এই দিনটি৷ কয়েক সপ্তাহ ধরে চলে প্রস্তুতি৷ সকালে উপবাস করে তার পর সারা রাত জেগে চলে দেবাদিদেবের আরাধনা৷ কৃষ্ণা চতুর্দশীর রাতে পাঠ করা হয় শৈব আরাধনার মন্ত্র৷(Mahashivratri 2022)
তবে কোভিড অতিমারি পরিস্থিতিতে জনসমাগমে রাশ টানা হয়েছে৷ সাবধানতা অবলম্বন করে পালন করা হবে এই তিথি৷ অন্যতম শৈব তীর্থ কাঠমাণ্ডুর পশুপতিনাথ মন্দিরে প্রাক কোভিড পরিস্থিতিতে প্রচুর পুণ্যার্থী সমাগম হত মহাশিবরাত্রিতে৷ সমবেত হতেন পুজারীরা৷ কিন্তু কোভিড পরবর্তী সময়ে পুণ্যার্থী সমাগমে ভাটা পড়েছে৷
আরও পড়ুন : মহাশিবরাত্রিতে কী কী ভোগ উৎসর্গ করতে পারেন দেবাদিদেবকে?
একই ছবি হরিদ্বার, মুম্বইয়ের বাবুলনাথ-সহ দেশের অন্যান্য শৈবতীর্থে৷ অতিমারির প্রভাবে কমে গিয়েছে ভক্তসমাগম৷ বেশ কিছু মন্দির কর্তৃপক্ষ ভক্তদের জন্য ভার্চুয়াল দর্শনের বন্দোবস্ত করেছে৷ যদি কোনও মন্দির কর্তৃপক্ষ মন্দির চত্বরে প্রবেশের অনুমতি দিয়েওছেন, সে সবই হবে কঠোর কোভিডবিধি মেনেই৷
advertisement
advertisement
আরও পড়ুন : ঘরোয়া সমাধানে নিয়ন্ত্রণে রাখুন জট পাকানো চুল
আরও পড়ুন : এই সহজ নিয়মগুলি মেনে দূরে থাকুন দাঁতের অসহ্য যন্ত্রণা থেকে
বাড়িতেও মহাশিবরাত্রি পালন করা যায়৷ শিবপুজোর মন্ত্র পাঠ করার পাশাপাশি ধ্যানে মগ্ন হন ব্রতীরা৷ বাড়ির নিভৃত কোণে বসেও সারা রাত ‘ওম্ নমঃ শিবায়’ মন্ত্র পাঠ করতে পারেন৷ বাড়িতে শিবলিঙ্গ থাকলে দুধ, দই এবং মধু সহকারে অভিষেক করুন৷
Location :
First Published :
February 28, 2022 12:30 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Mahashivratri 2022: কোভিড-১৯ পরিস্থিতিতে কীভাবে পালন করবেন মহাশিবরাত্রি তিথি?