Mahashivratri 2022: কোভিড-১৯ পরিস্থিতিতে কীভাবে পালন করবেন মহাশিবরাত্রি তিথি?

Last Updated:

কৃষ্ণা চতুর্দশীর রাতে পাঠ করা হয় শৈব আরাধনার মন্ত্র৷(Mahashivratri 2022)

সকালে উপবাস করে তার পর সারা রাত জেগে চলে দেবাদিদেবের আরাধনা
সকালে উপবাস করে তার পর সারা রাত জেগে চলে দেবাদিদেবের আরাধনা
সনাতন ধর্মে মহাশিবরাত্রি অন্যতম পুণ্যলগ্ন৷ নিষ্ঠা ও ভক্তি নিয়ে পুণ্যার্থীরা পালন করেন এই দিনটি৷ কয়েক সপ্তাহ ধরে চলে প্রস্তুতি৷ সকালে উপবাস করে তার পর সারা রাত জেগে চলে দেবাদিদেবের আরাধনা৷ কৃষ্ণা চতুর্দশীর রাতে পাঠ করা হয় শৈব আরাধনার মন্ত্র৷(Mahashivratri 2022)
তবে কোভিড অতিমারি পরিস্থিতিতে জনসমাগমে রাশ টানা হয়েছে৷ সাবধানতা অবলম্বন করে পালন করা হবে এই তিথি৷ অন্যতম শৈব তীর্থ কাঠমাণ্ডুর পশুপতিনাথ মন্দিরে প্রাক কোভিড পরিস্থিতিতে প্রচুর পুণ্যার্থী সমাগম হত মহাশিবরাত্রিতে৷ সমবেত হতেন পুজারীরা৷ কিন্তু কোভিড পরবর্তী সময়ে পুণ্যার্থী সমাগমে ভাটা পড়েছে৷
আরও পড়ুন : মহাশিবরাত্রিতে কী কী ভোগ উৎসর্গ করতে পারেন দেবাদিদেবকে?
একই ছবি হরিদ্বার, মুম্বইয়ের বাবুলনাথ-সহ দেশের অন্যান্য শৈবতীর্থে৷ অতিমারির প্রভাবে কমে গিয়েছে ভক্তসমাগম৷ বেশ কিছু মন্দির কর্তৃপক্ষ ভক্তদের জন্য ভার্চুয়াল দর্শনের বন্দোবস্ত করেছে৷ যদি কোনও মন্দির কর্তৃপক্ষ মন্দির চত্বরে প্রবেশের অনুমতি দিয়েওছেন, সে সবই হবে কঠোর কোভিডবিধি মেনেই৷
advertisement
advertisement
আরও পড়ুন : এই সহজ নিয়মগুলি মেনে দূরে থাকুন দাঁতের অসহ্য যন্ত্রণা থেকে
বাড়িতেও মহাশিবরাত্রি পালন করা যায়৷ শিবপুজোর মন্ত্র পাঠ করার পাশাপাশি ধ্যানে মগ্ন হন ব্রতীরা৷ বাড়ির নিভৃত কোণে বসেও সারা রাত ‘ওম্ নমঃ শিবায়’ মন্ত্র পাঠ করতে পারেন৷ বাড়িতে শিবলিঙ্গ থাকলে দুধ, দই এবং মধু সহকারে অভিষেক করুন৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Mahashivratri 2022: কোভিড-১৯ পরিস্থিতিতে কীভাবে পালন করবেন মহাশিবরাত্রি তিথি?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement