৩ আদিবাসী যুবকের রহস্যমৃত্যু, দুর্ঘটনা নাকি খুন! তদন্তে পুলিশ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
বীরভূমের তিন আদিবাসী যুবকের রহস্যজনক মৃত্যু। মৃতদের মধ্যে দু'জন আদিবাসী। প্রাথিমক তদন্তে পুলিশের অনুমান, তিনজনেই খুন হয়েছেন।
#পাড়ুই: বীরভূমের তিন আদিবাসী যুবকের রহস্যজনক মৃত্যু। মৃতদের মধ্যে দু'জন আদিবাসী। প্রাথিমক তদন্তে পুলিশের অনুমান, তিনজনেই খুন হয়েছেন। সিউড়ি সদর হাসপাতালে দেহগুলোকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজন মহম্মদবাজারের এবং দু'জন পাড়ুইয়ের বাসিন্দা।
প্রথম ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার মহম্মদবাজার থানার শেওড়াকুড়ি এলাকায়। ১৪ নম্বর জাতীয় সড়ক ধারে। একটি বন্ধ হোটেলের বারান্দায় থেকে রক্তাক্ত অবস্থায় এক আদিবাসী ব্যক্তির দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম সমর হাঁসদা। যুবকের দেহ উদ্ধারের পর প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মহম্মদবাজার থানার পুলিশ। এই ঘটনায় পুলিশ দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পূর্ব শত্রুতার জেরে এই খুন।
advertisement
অন্যদিকে, পারুই থানার ইমাদপুরে রাস্তার ধারে মাঠের পাশ থেকে দু'জন যুবকের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাদের মধ্যে একজন যুবকের নাম মিলন হেমব্রম। তাঁর বাড়ি বীরভূমের লাভপুরে। আরেকজন মৃত বছর পঁচিশের যুবকের নাম রতন সোরেন বাড়ি পারুইতে। দু'জনের দেহ উদ্ধার করেছে পুলিশ ও ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের দাবি একটি গাড়ির ধাক্কা লেগে মৃত্যু হয়েছে দুই আদিবাসী যুবকের। যদিও গ্রামবাসীদের দাবি, এটা খুনের ঘটনা। অভিযোগ, মৃতদের শরীরে আঘাতের চিহ্ন ছিল। পারুই থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
advertisement
advertisement
Supratim Das
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 26, 2020 5:24 PM IST