3 Bags In Railway Platform: সকাল ১১:৩০ টার ট্রেন লেট! ৩-৩ টে বড়সড় ব্যাগ কেন পড়ে রয়েছে, খুঁজতে গিয়ে চোখ কপালে

Last Updated:

3 Bags In Platform: ভর দুপুরে প্লাটফর্মে পড়ে রয়েছে তিনটি ব্যাগ, খুলতেই চোখ কপালে সকলের

+
ব্যাগ

ব্যাগ খুলে উদ্ধার করা হচ্ছে কচ্ছপ

শান্তিপুর: সকাল ১১:৩০ টার ট্রেন লেট থাকার কারণে প্ল্যাটফর্মের উপরে যাত্রী ছিল যথেষ্ট। তাদেরই মধ্যে কেউ একজন প্রথম লক্ষ্য করেন আর পি এফ অফিসের সামনে বসার জায়গায় তিনটি ব্যাগ রয়েছে যার মধ্যে কাপড়ে বাধা বড়সড় এবং ভারী কিছু একটা রয়েছে। পরিত্যক্ত ওই ব্যাগ তিনটির খবর যাত্রীদের তরফ থেকে দেওয়া হয় আরপিএফ অফিসে আধিকারিককে। তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রানাঘাটে বিষয়টি জানান এবং শান্তিপুরের আরপিএফ নিরাপত্তা রক্ষীদের নিয়ে ব্যাগের সিজার লিস্ট তৈরি করেন এবং তিনটি কচ্ছপ সম্পর্কে বিশদে অনুসন্ধান চালান।
অফিস টাইমে প্লাটফর্মে দাঁড়িয়ে অসংখ্য লোকজন। সবার চোখ প্লাটফর্মে পড়ে থাকা তিনটি পরিত্যাক্ত ব্যাগের দিকে। এরপর রেল পুলিশদের উপস্থিতিতে ব্যাগ খুলতেই চক্ষু চড়ক গাছ সকলের। শান্তিপুর রেলওয়ে প্লাটফর্মে পরিত্যক্ত তিনটি ব্যাগ থেকে উদ্ধার বিরাট আকার তিনটি জীবন্ত কচ্ছপ।
advertisement
advertisement
তবে এ বিষয়ে তিনি কোনও ভিডিও প্রতিক্রিয়া দেননি, মৌখিকভাবে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রানাঘাট আরপিএফ অফিসে হস্তান্তর করা হবে। সেখান থেকেই বনদফতরের হাতে তুলে দেওয়া হবে। তবে বিলুপ্তপ্রায় এই কচ্ছপ নিয়ে আসা ব্যক্তিকে ধরা সম্ভব হয়নি পরিত্যক্ত হিসেবে পড়েছিল।তবে এত বড় কচ্ছপ উদ্ধার ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় গোটা প্লাটফর্ম জুড়ে যাত্রীদের আগ্রহে ভিড় জমে যায়। যদিও এরপর ট্রেনে করে ওই তিনটি কচ্ছপ সহ পরিত্যক্ত ব্যাগগুলি রানাঘাটে জমা করে আসা হয় শান্তিপুর আরপিএফ এর পক্ষ থেকে। তবে সাধারণ যাত্রীরা এবং রেলওয়ে প্লাটফর্মের দোকানদারদের পক্ষ থেকে নিরাপত্তা রক্ষীদের তৎপরতাকে সাধুবাদ জানানহয়েছে।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
3 Bags In Railway Platform: সকাল ১১:৩০ টার ট্রেন লেট! ৩-৩ টে বড়সড় ব্যাগ কেন পড়ে রয়েছে, খুঁজতে গিয়ে চোখ কপালে
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement