Indian Railway: শনি ও রবিতে বাতিল একাধিক ট্রেন! কোন কোন রুটে চলবে না কোন ট্রেন? বাড়ি থেকে বেরোনোর আগে জানুন
- Reported by:Ranjan Chanda
- local18
- Published by:Ankita Tripathi
Last Updated:
Train Cancel: রেললাইনের নিরাপত্তা ও পরিষেবা উন্নত করতেই এই সংস্কারমূলক কাজ করা হচ্ছে। যাত্রীদের আগেভাগেই ট্রেনের তথ্য জেনে যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।
advertisement
advertisement
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১ জানুয়ারি বাতিল থাকবে—১৮০৩৫/১৮০৩৬ খড়্গপুর–হাতিয়া–খড়্গপুর এক্সপ্রেস, ১২৮৮৫/১২৮৮৬ শালিমার–ভোজুডিহ–শালিমার এক্সপ্রেস, ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা–মেদিনীপুর–আদ্রা মেমু, ৬৮০৭৭/৬৮০৮৮ আদ্রা–ভগা–আদ্রা মেমু, ৬৮০৫৩/৬৮০৫৪ আদ্রা–বরাভূম–আদ্রা মেমু, ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল–আদ্রা–আসানসোল মেমু এবং ১৮১১৬/১৮১১৫ চক্রধরপুর–এনএসসিবি গোমোহ–চক্রধরপুর মেমু এক্সপ্রেস।
advertisement
advertisement
advertisement
advertisement







