East Medinipur News: মাধ্যমিক পরীক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য প্রশাসনের বিশেষ উদ্যোগ
- Reported by:Saikat Shee
- local18
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে প্রশাসন। মাধ্যমিক পরীক্ষার যাতে রাস্তায় নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেদিকে বিশেষ নজর দিল ব্লক প্রশাসন।
পাঁশকুড়া, সৈকত শী: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর। পথে যাতে তারা নির্বিঘ্নে যাতায়াত করতে পারে তার জন্য বিশেষ উদ্যোগ। ব্লক প্রশাসনের উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে দ্রুত শুরু হল রাস্তা মেরামতের কাজ। ২০২৪ সালে বন্যার পর থেকে দক্ষিণ চাঁচিয়াড়া থেকে ধুলিয়াপুর যাওয়ার রাস্তা বেহাল হয়ে পড়ে। এই রাস্তার উপরে রয়েছে ধুলিয়াপুর পল্লীশ্রী বাণীমন্দির। প্রতিবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভাল ফলাফলের জন্য যথেষ্ট সুনাম রয়েছে এই স্কুলের। পাশাপাশি এই স্কুলে রয়েছে মাধ্যমিকের সেন্টার।
কিন্তু এই স্কুলে যাতায়াতের মূল রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল ছিল। প্রায়শই স্কুলে যাতায়াতের পথে দুর্ঘটনার সম্মুখীন হতে হত ছাত্রছাত্রীদের। সামনেই মাধ্যমিক পরীক্ষা। স্কুলে যেহেতু মাধ্যমিকের সেন্টার, তাই ব্লক প্রশাসনের কাছে স্কুলের তরফ থেকে বিশেষ আবেদন করা হয়। স্কুলের তরফ থেকে এই রাস্তা মেরামতের আবেদন করা হয়েছিল। সেই আবেদনের সাড়া দিয়ে ব্লক প্রশাসন রাস্তা মেরামতের উদ্যোগ নিল। শুরু হয়েছে রাস্তা মেরামতের কাজ।
advertisement
এ বিষয়ে স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঙ্গল কুমার মহাপাত্র জানান, “এলাকায় এই স্কুলের যথেষ্ট সুনাম রয়েছে পড়াশোনার ক্ষেত্রে। প্রতিবছর মাধ্যমিকের সেন্টার বসে, এই স্কুলে। আশেপাশের চারপাশটা স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসে এই স্কুলে। কিন্তু রাস্তা বেহাল থাকায় যাতায়াতের অসুবিধা হত। এমনকি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। তাই ব্লক প্রশাসনকে অনুরোধ করেছিলাম এই রাস্তা মেরামতের জন্য। সেই কাজ শুরু হয়েছে।”
advertisement
advertisement
ব্লক প্রশাসন সূত্রে জানা যায়, পাঁশকুড়া ব্লকের বিডিও নিজস্ব উদ্যোগে এই রাস্তা মেরামতে উদ্যোগী হয়। থেকে সেই কাজ শুরু হয়েছে। দক্ষিণ চাঁচিয়াড়া হাট থেকে প্রতাপপুর ১ গ্রাম পঞ্চায়েত অফিস পর্যন্ত মেরামতির জন্য বরাদ্দ হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকা। মাধ্যমিক পরীক্ষার আগে পরীক্ষার্থীদের জন্য ব্লক প্রশাসনের রাস্তা সারাইয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুলের পড়ুয়া থেকে শুরু করে স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও এলাকাবাসী। পাঁশকুড়া ব্লক প্রশাসন সূত্রে মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পঞ্চায়েত সমিতি তার নিজস্ব তহবিল থেকে পাঁশকুড়া জুড়ে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা মেরামতের কাজ শুরু করেছে।
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Jan 31, 2026 3:54 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: মাধ্যমিক পরীক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য প্রশাসনের বিশেষ উদ্যোগ










