West Bengal News: বিহারে খুন প্রতিবাদী সাংবাদিক, সেই সূত্রে চন্দননগরে ঘটে গেল বড় ঘটনা! তুমুল শোরগোল
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal News: অভিযোগ ওঠে বালি মাফিয়াদের বিরুদ্ধে বারংবার খবর প্রকাশিত করার অপরাধেই খুন হন সুভাষ। সেই ঘটনার আঁচ পরে দেশের বিভিন্ন এলাকার সাংবাদিক মহলে।
#কলকাতা: গত ২০ মে বিহারের বেগুসরাইয়ে তরুণ সাংবাদিক খুনের ঘটনায় চন্দননগর থেকে গ্রেফতার হল তিনজন। চন্দননগরের গোস্বামীঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয় তিনজনকে। ধৃতদের নাম রোশন কুমার, প্রিয়াংশু কুমার ও সৌরভ কুমার। ধৃতরা সকলেই বিহারের বাসিন্দা। গত ২০ মে বিহারের বেগুসরাইতে খুন হন বছর ছাব্বিশের তরুণ সাংবাদিক সুভাষ কুমার মাহাতো।
অভিযোগ ওঠে বালি মাফিয়াদের বিরুদ্ধে বারংবার খবর প্রকাশিত করার অপরাধেই খুন হন সুভাষ। সেই ঘটনার আঁচ পরে দেশের বিভিন্ন এলাকার সাংবাদিক মহলে। বিভিন্ন জায়গায় এই ঘটনায় সাংবাদিকরা প্রতিবাদে সরব হন। সেই ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্তরা। বৃহস্পতিবার রাতে চন্দননগর থানার গোস্বামী ঘাট এলাকায় তিনজন সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল।
advertisement
advertisement
স্থানীয়দের কাছ থেকে সেই খবর পেয়ে সেখানে হানা দেয় চন্দননগর থানার পুলিশ। পুলিশকে বোকা বানাতে তিনজনই নিজেদের মধ্যপ্রদেশের বাসিন্দা বলে পরিচয় দেয়। পাশাপাশি নিজেদের নামও অন্য বলে। এরপর পুলিশের সন্দেহ হওয়ায় পুলিশ তাঁদেরকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতেই বিহারের বেগুসরাইয়ে সাংবাদিক সুভাষ কুমার মাহাতোকে খুনের কথা স্বীকার করে তাঁরা।
advertisement
এরপরই তাঁদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতরা বিগত চল্লিশ দিন ধরে একাধিক রাজ্যের স্টেশন চত্বরে ঘোরাঘুরি করেছে। দিন দুয়েক আগে তাঁরা এ রাজ্যের চন্দননগরে আসে। শুক্রবার চন্দননগর থানায় ডিসি চন্দননগর বিদিত রাজ বুন্দেশ বলেন, ধৃতদের বিরুদ্ধে পুলিশকে ভুল তথ্য দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে পুলিশ এলে চন্দননগর আদালতের অনুমতি নিয়ে ধৃতদের বেগুসরাইতে নিয়ে যাওয়া হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 01, 2022 12:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: বিহারে খুন প্রতিবাদী সাংবাদিক, সেই সূত্রে চন্দননগরে ঘটে গেল বড় ঘটনা! তুমুল শোরগোল