West Bengal Government: বড় সিদ্ধান্ত, বিদ্যুতের খরচ কমাতে অভিনব পরিকল্পনা রাজ্যের! সব জেলায় চিঠি
- Published by:Suman Biswas
Last Updated:
West Bengal Government: স্কুলের পাশাপাশি সরকারি দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকাও চাইল নবান্ন। ইতিমধ্যেই ২০১১ সালের পর থেকে রাজ্যে এখনও পর্যন্ত ১৯৫৪ টি স্কুলে সোলার পাওয়ার প্লান্ট বসানো হয়েছে।
#কলকাতা: বিদ্যুতের খরচ কমিয়ে সোলার পাওয়ার প্লান্ট ব্যবহারে এবার তৎপর রাজ্য সরকার। জেলাগুলিতে কোন কোন স্কুলে সোলার পাওয়ার প্লান্ট বসানো যেতে পারে, তার তালিকা চাইল অপ্রচলিত শক্তি উৎস দফতর। বিভিন্ন জেলার থেকে ইতিমধ্যেই সেই রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।
স্কুলের পাশাপাশি সরকারি দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকাও চাইল নবান্ন। ইতিমধ্যেই ২০১১ সালের পর থেকে রাজ্যে এখনও পর্যন্ত ১৯৫৪ টি স্কুলে সোলার পাওয়ার প্লান্ট বসানো হয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা কার্যকরী হয়নি বলেই ক্ষোভ নবান্নের। তার জন্য এবার নজরদারি চালানোরও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
প্রত্যেকটি জেলায় "ডিস্ট্রিক্ট লেভেল কো-অর্ডিনেশন কমিটি" অপ্রচলিত শক্তির ব্যবহার নিয়ে করার সিদ্ধান্ত রাজ্য সরকারের। বিদ্যুতের বিল কমানোর পাশাপাশি পরিবেশকে সুরক্ষা করা যাবে, তার জন্যই এই উদ্যোগ বলে নবান্ন সূত্রে খবর। অপ্রচলিত শক্তি দফতরের তরফে প্রত্যেকটি জেলাকে কড়া চিঠি নবান্নের।
advertisement
advertisement
প্রসঙ্গত, রাজ্যসরকার পূর্ব মেদিনীপুরের নয়াচরে ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুত্ ( Solar power ) কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি নয়াচরকে কেন্দ্র করে মৎস্য হাব এবং ইকো ট্যুরিজম কেন্দ্র গড়ে তোলারও উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসাবে নয়াচরকে গড়ে তোলার প্রস্তাব বিনিয়োগকারীদের সামনে ইতিমধ্যেই তুলে ধরেছে রাজ্য সরকার।
advertisement
সেখানে সৌর বিদ্যুত্ কেন্দ্র গড়ার ব্যপারে ইতিমধ্যেই এক সমীক্ষা করা হয়েছে।ওই এলাকায় লাভজনক ভাবে সৌর বিদ্যুত উতপাদ্ন সম্ভব বলে সমীক্ষায় উঠে এসেছে। এক দিকে যেমন সারা দুনিয়া জুড়ে কার্বন নিষ্ক্রমণ নিয়ন্ত্রণে উৎসাহিত করা হচ্ছে। সেই দিকে লক্ষ্য রেখেই রাজ্যের তরফে এই নয়া প্রকল্প সম্ভাবনা বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা বিশেষ তাৎপর্যপূর্ণ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 01, 2022 12:19 PM IST