#অশোকনগর: বিবাদের জেরে দেড় বিঘা জমির ফুলকপি গাছ নষ্ট করে দেওয়ার অভিযোগ। এই কারণে থানায় অভিযোগও দায়েরহয়েছে। ঘটনাটি অশোকনগর থানার সেনডাঙ্গা জোড়াপুকুর এলাকার।
এরপর তিনি দেখেন জমির ভিতর থেকে কীটনাশকের গন্ধ আসছে। তাঁর অনুমান, জমিতে কীটনাশক মিশিয়ে গাছগুলিকে মেরে ফেলা হয়েছে। সীতারাম বিশ্বাসের স্ত্রী জানিয়েছেন, বুধবার সন্ধ্যার সময় তাঁদের আত্মীয় অরবিন্দ বিশ্বাস ব্যাগে করে কিছু একটা নিয়ে জমির দিকে যাচ্ছে। তাই তাঁদের অনুমান, জমির ফুলকপি গাছ অরবিন্দ বিশ্বাস কীটনাশক দিয়ে গাছ মেরে ফেলেছেন।
কারণ দীর্ঘদিন ধরে তাঁর সাথে জমি নিয়ে বিবাদ চলছিল। শুক্রবার সম্পূর্ণ ঘটনার বিবরণ জানিয়ে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সীতারাম বিশ্বাস।
আরও পড়ুন: দেশলাই কাঠিতে দুর্গা! এই শিল্পীর কৃতিত্ব তারিফ কুড়োচ্ছে গোটা বীরভূমে...
অভিযুক্ত অরবিন্দ বিশ্বাসের সাথে তিনি জানান, ওই জমি তাদের দখলে করে চাষ বাস করছে সীতারাম বিশ্বাস। জমিতে কোনরকম গাছ মারার সাথে তিনি যুক্ত নয়। তাঁর অভিযোগ, সীতারাম বিশ্বাসরা নিজেরাই এই কাণ্ড ঘটিয়ে তাঁর উপর দোষ চাপানো হচ্ছে। তদন্ত শুরু করেছে অশোকনগর থানা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: North 24 Parganas news