Durga Puja 2021: দেশলাই কাঠিতে দুর্গা! এই শিল্পীর কৃতিত্ব তারিফ কুড়োচ্ছে গোটা বীরভূমে...

Last Updated:

Durga Puja 2021: বীরভূমের মহম্মদবাজার ব্লকের ডেউচা পঞ্চায়েতের গামিরা গ্রামের যুবক সুশান্ত মণ্ডল আঁকলেন দেশলাই কাঠির মধ্যে দুর্গা প্রতিমা।

দেশলাই কাঠিতে দুর্গা
দেশলাই কাঠিতে দুর্গা
#বীরভূম: সূক্ষ্ম তুলির টান দেশলায়ের কাঠিতে। আঁকা হচ্ছে দূর্গার ছবি তবে কাগজের উপর নয়,দেশলাইয়ের এক একটি কাঠির ওপর ।তারপর সেই কাঠি পরপর সাজিয়ে তার উপর রূপ পাচ্ছে দেবী দশভূজা। তা দেখতে ভিড় জমাচ্ছেন এলাকার মানুষ। বীরভূমের মহম্মদবাজার ব্লকের ডেউচা পঞ্চায়েতের গামিরা গ্রামের যুবক সুশান্ত মণ্ডল।
নতুন কিছুকে ক্যানভাস করে আঁকার শখ তাঁর। তাই দেশালাইয়ের কাঠি থেকে শুরু করে কখনো মাটির সরা, স্টিলের চামচ, একটাকার কয়েন, কখনো শঙ্খ, কখনো মুসুরডাল, কখনো আবার পাখির পালকের উপর  তুলির টান সুশান্তের। বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবি।কোথাও দূর্গার ছবি তো আবার কোথাও ফুটে উঠছে নেতাজী সুভাষচন্দ্র। তাছাড়াও স্টিলের চামচে মাছের ছবি, কাঠের পেঁচা, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগরের ছবি, এক একটি মুসুর ডালের ওপর রূপ পাচ্ছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার ছবি। আবার পাখির পালকের ওপর ফুটে উঠছে সর্বপল্লী রাধাকৃষ্ণ থেকে শুরু করে লতা মঙ্গেশকরের ছবি। ছোট থেকেই  নতুন নতুন জিনিসের উপর নানা আঁকিবুঁকি তাঁর নেশা। ঘরের প্রতিটি তাক ভরেছে তার একের পর এক অনুপম শিল্পকর্ম। উৎসাহ জুগিয়েছেন বাড়ির লোকজন সহ সকলেই। পুজোর আবহাওয়ায় বিভিন্ন মাধ্যমে দেবীর রূপ ফুটিয়ে তুলতে নিমগ্ন সে। খুবছোট কোনো জিনিসের বা শস্যদানার উপর ফুটিয়ে তুলতে চান দেবীর মহিষাসুরমর্দিনী রূপ।
advertisement
সুশান্ত মণ্ডল জানান, "ছোট থেকেই আঁকতে ভালো লাগে। তাই নিজের মনেই ফেসবুক, ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া বিভিন্ন ছবি দেখে ঠিক একই রকম কিছু বানানোর আগ্রহ থাকতো আমার । কিন্তু হয়তো তেমন পেরে উঠতাম না। তারপর আস্তে আস্তে বহু চেষ্টার পর তা সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত আমি ইউটিউব দেখার পর নিজের বাড়িতে সেগুলো বানানোর চেষ্টা করি। এতে বাড়ির লোকও খুব সহযোগিতা করেছে। আমি লকডাউন থেকেই শুরু করি এই কাজ। ইউটিউবে দেখার পর নিজের চেষ্টায় পালককে, একটাকার কয়েন, ছোটপাথর, সরা,করি ও চামচের ওপর ছবি আঁকার চেষ্টা করি।''
advertisement
advertisement
সুশান্তের সংযোজন, ''এছাড়াও মুসুরডাল, মুগডাল, পেপারকাটিং এর মাধ্যমে ঘোরার মুখ থেকে বিভিন্ন কবিদের মুখ তুলে ধরার চেষ্টা করি। সামনেই পুজো তাই দেশালাই কাঠির মধ্যেই মা দূর্গার ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার এই কাজ অনেকে নিয়েও গেছে বাড়িতে সাজিয়ে রাখার জন্য। আমি নিজে পড়াশোনার পাশাপাশি এই ছবি আঁকাও চালিয়ে যাচ্ছি। অপেক্ষায় আছি যদি কোথাও কোন প্রদর্শনী বা প্রতিযোগিতা থাকে তাহলে অবশ্যই তাতে অংশগ্রহণ করব আমার নিজের তৈরি হাতের কাজ নিয়ে। আমাদের এই এলাকায় এই শিল্পের তেমন গুরুত্ব না থাকায় মানুষের মধ্যে আগ্রহ নেই। যার ফলে এর কোন গুরুত্বই পাওয়া যায় না।"
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2021: দেশলাই কাঠিতে দুর্গা! এই শিল্পীর কৃতিত্ব তারিফ কুড়োচ্ছে গোটা বীরভূমে...
Next Article
advertisement
খসড়া তালিকা প্রকাশের পরে একাধিক অসঙ্গতি! বিএলএদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
খসড়া তালিকা প্রকাশের পরে একাধিক অসঙ্গতি! বিএলএদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মমতা
  • অসঙ্গতি নিয়ে বিএলএদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • জেলার বিএলএ ও গুরুত্বপূর্ণ কর্মীদের ডাকা হয়েছে সভায়

  • বৈধ নাম বাদ পড়া নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে নির্দেশ

VIEW MORE
advertisement
advertisement