Bhaiphota 2021: মুসলিম বোনেদের থেকে ফোঁটা নিলেন হিন্দু ভাইরা! মন্ত্রীর উদ্যোগে অনুষ্ঠিত হল সম্প্রীতির ভাইফোঁটা
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Bhaiphota 2021: সম্প্রীতির বন্ধন। সেই বাঁধনে বাঁধা পড়লেন হিন্দু মুসলিম উভয়েই। মুসলিম বোনেরা হিন্দু ভাইয়ের মঙ্গল কামনায় ফোঁটা (Bhaiphota 2021) দিলেন।
#বর্ধমান: সম্প্রীতির বন্ধন। সেই বাঁধনে বাঁধা পড়লেন হিন্দু মুসলিম উভয়েই। মুসলিম বোনেরা হিন্দু ভাইয়ের মঙ্গল কামনায় ফোঁটা (Bhaiphota 2021) দিলেন। একইভাবে মুসলিম ভাইদের কপালে ফোঁটা দিয়ে যমের দুয়ারে কাঁটা বিছালো হিন্দু বোনেরা। সব মিলিয়ে ধর্ম ভিন্ন হলেও ভাইফোঁটার উৎসবে মাতলেন সকলেই। সেই ঘটনার সাক্ষী থাকলেন প্রবীণ মন্ত্রী স্বপন দেবনাথ। মূলত তাঁরই উদ্যোগে বিগত বেশ কয়েক বছর ধরেই এই সম্প্রীতির ভাইফোঁটা অনুষ্ঠিত হল।
পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুর অঞ্চলের দক্ষিণ শ্রীরামপুর খাদি ভবনে শনিবার এই সম্প্রীতির ভাইফোঁটা (Bhaiphota 2021) অনুষ্ঠিত হল। এই ভাইফোঁটাকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শাঁখ বাজলো। বসানো হল মঙ্গল ঘট। জ্বালানো হল প্রদীপ। কপালে দেওয়া হল দই চন্দন বাটা। ধান দুর্বা দিয়ে বোনেদের আশীর্বাদ করলেন ভাইরা।
advertisement
advertisement
ভাইফোঁটার (Bhaiphota 2021) দিন সকালে স্থানীয় এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথের আয়োজিত এই অনুষ্ঠানে মুসলিম বোনেরা হিন্দু ভাইয়ের কপালে ফোঁটা দিলেন। তেমনই হিন্দু বোনেরা মুসলিম ভাইদের কপালে ফোঁটা দিলেন। রাজ্যের প্রবীণ মন্ত্রী স্বপন দেবনাথও মুসলিম বোনেদের কাছ থেকে ফোঁটা নিলেন। এলাকার বিধায়ক তথা মন্ত্রীর মঙ্গল কামনায় ফোঁটা দিতে পেরে আপ্লুত মুসলিম বোনেরা। চলল মিষ্টিমুখ।
advertisement
গত চোদ্দ বছর ধরে একই ভাবে এই রকম সম্প্রীতির ভাইফোঁটার আয়োজন করছেন মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন সেই একই চিত্র দেখা গেল। মন্ত্রী স্বপন দেবনাথ ফোঁটা নেওয়ার পর বলেন, এলাকার বাসিন্দারা শান্তিপ্রিয়। তাঁদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে সুন্দর বাতাবরণ রয়েছে তা আরও মজবুত করতেই গত চোদ্দ বছর ধরে একই ভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছি।
advertisement
পাশাপাশি স্থানীয় শ্রীরামপুর পঞ্চায়েতের প্রধান আজিজুলনেসা খাতুনও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বিগত বছরগুলিতে একইভাবে আমিও এই এলাকার হিন্দু ভাইদের কপালে ফোঁটা দিই। এবারও এই অনুষ্ঠানে উপস্থিত থেকে হিন্দু ভাইদের কপালে ফোঁটা দিতে পেরে ভালো লাগছে।
advertisement
শরদিন্দু ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 06, 2021 6:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bhaiphota 2021: মুসলিম বোনেদের থেকে ফোঁটা নিলেন হিন্দু ভাইরা! মন্ত্রীর উদ্যোগে অনুষ্ঠিত হল সম্প্রীতির ভাইফোঁটা

