Accident: জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, দুমড়ে গেল কন্টেনার, মৃত ডাক বিভাগের ২ কর্মী

Last Updated:

গলসীর গলিগ্রামের কাছে ১৯ নং জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় কন্টেনারটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি গ্যাসবাহী গাড়িতে ধাক্কা মারলে দুমড়ে মুচড়ে যায় ডাক বিভাগের কন্টেনারটি।

মর্মান্তিক পথ দুর্ঘটনামৃতের ছবি
মর্মান্তিক পথ দুর্ঘটনামৃতের ছবি
গলসি,সায়নী সরকার: নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা গাড়ির পিছনে ধাক্কা ভারতীয় ডাকবিভাগের ডাক পরিবহনকারী কন্টেনারের। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল ভারতীয় ডাকবিভাগের ২ কর্মীর। গলসী থানার গলিগ্রাম এলাকায় ১৯ নং জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। মৃত গৌতম পাল (৫৩) -এর বাড়ি হুগলীর রিষড়া নতুনপল্লী এলাকায়।
অন্যদিকে সঞ্জয় বিশ্বাস( ৫০)-এর বাড়ি নদীয়ার তেহট্টে। সঞ্জয় বিশ্বাস ছিলেন ডাক বিভাগের পরিবহনকারী কন্টেনারের ড্রাইভার আর গৌতম পাল ছিলেন মেল গার্ড।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
পুলিশসূত্রে জানা যায়, ডাক বিভাগের কন্টেনারটি ডাক নিয়ে কলকাতা হেড অফিস থেকে বর্ধমান হয়ে আসানসোল যাচ্ছিল। গলসীর গলিগ্রামের কাছে ১৯ নং জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় কন্টেনারটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি গ্যাসবাহী গাড়িতে ধাক্কা মারলে দুমড়ে মুচড়ে যায় ডাক বিভাগের কন্টেনারটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ডাককর্মী গৌতম পাল ও সঞ্জয় বিশ্বাসের। সঞ্জয় বিশ্বাসই গাড়িটি চালাচ্ছিলেন।ঘটনাস্থলে পৌঁছে গলসী থানার পুলিশ দেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেলে পাঠায়।
advertisement
গৌতম পালের প্রতিবেশী বিধান দাস জানান, গৌতম পাল কলকাতার হেড পোস্ট অফিসের কর্মরত ছিলেন। কালকে রাত্রে আটটার সময় বেরিয়ে চিঠিপত্র নিয়ে বর্ধমানের দিকে যাচ্ছিল। হঠাৎ করে আমার আজকে সকালের দিকে জানতে পারি অ্যাক্সিডেন্ট হয়েছে। গলসি এলাকায় অ্যাক্সিডেন্ট হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, দুমড়ে গেল কন্টেনার, মৃত ডাক বিভাগের ২ কর্মী
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement