Bankura News: বিরাট স্বস্তি! ৩ শাবক নিয়ে বাঁকুড়া ছাড়ছে দলমার হাতির দল! লক্ষ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা বন দফতরের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bankura News: বাঁকুড়ার জঙ্গল-পথ আবারও সরগরম হয়ে উঠেছে হাতির চলাচলে। প্রায় ৬০টি হাতির এই দলটি বড়জোড়া এলাকা থেকে ধীরে ধীরে ঝাড়খণ্ডের দলমা এবং ওড়িশার ময়ূরভঞ্জের দিকে এগোচ্ছে।
বাঁকুড়ার জঙ্গল-পথ আবারও সরগরম হয়ে উঠেছে হাতির চলাচলে। প্রায় ৬০টি হাতির এই দলটি বড়জোড়া এলাকা থেকে ধীরে ধীরে ঝাড়খণ্ডের দলমা এবং ওড়িশার ময়ূরভঞ্জের দিকে এগোচ্ছে। সামনে লম্বা পথ, আর সেই পথ আরও ধীর হয়ে গেছে কারণ দলে রয়েছে মাত্র এক মাসের কম বয়সের তিনটি শাবক। (ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
advertisement
DFO (NORTH) শেখ ফরিদ জানিয়েছেন, "এই হাতির দল চলাচলের মাঝে একটাই স্বস্তির খবর—যাদের ঘরবাড়ি বা ফসল হাতির কারণে নষ্ট হয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। নভেম্বর মাসেই মোট ১৭ লক্ষ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠান হয়েছে ক্ষতিপূরণ হিসেবে। এতে ৪৮টি বাড়িঘর ক্ষতি এবং ১০১ হেক্টর ফসল নষ্টের জন্য ৮৭৮ জন মানুষ আর্থিক সাহায্য পেয়েছেন—যা মোট দাবি নিষ্পত্তির প্রায় ৯০%। যাদের দাবি এখনও মেটেনি, তারা হালনাগাদ নথি নিয়ে নিকটবর্তী বন বিট অফিসে যোগাযোগ করতে পারবেন।"
advertisement
প্রশাসন বলছে, ধান কাটার পরে হাতিদের যাত্রা শুরু হওয়ায় বড় ক্ষতির সম্ভাবনা কম হলেও সতর্কতা জরুরি। হাতির দল দেখতে ভিড় না করা, ভিডিও তুলতে গিয়ে সামনে চলে না যাওয়া, শব্দ না করা—এসবই এখন জীবনরক্ষাকারী আচরণ। কারণ একটু ভুল আচরণ বিপদ ডেকে আনতে পারে মানুষেরও, হাতিরও। আর বিশেষ করে দলে ছোট শাবক থাকায় তাদের অতিরিক্ত চাপ দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
advertisement
সব মিলিয়ে এখন লক্ষ্য একটাই—এই বিশাল হাতির পরিবারকে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া। বন দফতর আশা করছে, প্রশাসনের ব্যবস্থা, স্থানীয়দের সহযোগিতা এবং সতর্ক আচরণ—সব মিলিয়ে কোনও বিপত্তি ছাড়াই যাত্রা শেষ হবে। আর এই গল্পটায় সবচেয়ে বড় ভূমিকা রাখছে তিনটি ছোট শাবক, যারা পথের প্রতিটি পদক্ষেপকে একটু বেশি সতর্ক, আর একটু বেশি মানবিক করে তুলছে। (ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)








