East Bardhaman News: মডেল বানাতে কে কত ওস্তাদ! পূর্ব বর্ধমানের ১১ স্কুল নিয়ে হয়ে গেল দুর্দান্ত প্রতিযোগিতা

Last Updated:

পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান চেতনা বাড়িয়ে তুলতে বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়

+
বিজ্ঞান

বিজ্ঞান প্রদর্শনী 

পূর্ব বর্ধমান: পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান চেতনা বাড়িয়ে তুলতে বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হল পূর্ব বর্ধমানের সুদপুর উচ্চ বিদ্যালয়ে। শুক্রবার জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষ্যে বিজ্ঞান প্রদর্শনী প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল। প্রসঙ্গত প্রত্যেক বছরই পূর্ব বর্ধমানের এই বিদ্যালয়ে জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন করা হয়। সেরকমই এবছরও তার অন্যথা হয়নি। তবে এবার এই উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল কাটোয়া এক নম্বর ব্লকের অন্তর্গত ১১ টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা। সুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ দেবাশীষ দে বলেন, “পড়ুয়াদের মধ্যে এই বিজ্ঞান প্রদর্শনীর জন্য উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধি পাবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কথায়, কাটোয়া এক ব্লকের বিডিও ইন্দ্রজিৎ মারিকের উদ্যোগে এবছর বিজ্ঞান প্রদর্শনী অনেক বড় করে আয়োজিত হয়েছিল। প্রতিযোগীতায় অংশগ্রহণকারী পড়ুয়াদের জন্য পুরস্কারের ব্যবস্থাও করেছিলেন তিনি। কাটোয়া এক ব্লকের বিডিও ইন্দ্রজিৎ মারিক জানিয়েছেন, “আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্ম এইভাবেই এগিয়ে যাবে। পড়ুয়ারা আরও অনেক কিছু শিখতে পারবে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুক্রবার দেখা যায় যে পড়ুয়ারাও বিভিন্ন ধরনের মডেল বানিয়ে নিয়ে এসেছিল। এক একটা মডেল ছিল ভিন্ন ধরনের। অল্প বয়সী এই পড়ুয়াদের চিন্তাভাবনা ছিল একেবারে অভিনব। তাদের মধ্যেও এই বিজ্ঞান প্রদর্শনী প্রতিযোগিতায় এক আলাদা উত্তেজনা লক্ষ্য করা যায়। পড়ুয়া মৃন্ময় ঘোষ জানিয়েছে, “খুবই ভাল লাগছে, এইরকম বিজ্ঞান প্রদর্শনী হলে আমাদের মধ্যেও বিজ্ঞান চেতনা বাড়বে।”
advertisement
শুক্রবার এই বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার মহকুমা শাসক অহিংসা জৈন। তিনিও পড়ুয়াদের তৈরি বিভিন্ন মডেল দেখে আপ্লুত হয়ে ওঠেন। তার কথায়, সরকারি স্কুলগুলিতে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হলে পড়ুয়াদের আরও আগ্রহ বৃদ্ধি পাবে। সবমিলিয়ে বিজ্ঞান দিবসকে সামনে রেখে বিজ্ঞান প্রদর্শনীর এহেন চিন্তাভাবনা সত্যিই প্রশংসনীয়।
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: মডেল বানাতে কে কত ওস্তাদ! পূর্ব বর্ধমানের ১১ স্কুল নিয়ে হয়ে গেল দুর্দান্ত প্রতিযোগিতা
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement