South 24 Parganas News: চুল্লির জ্বলন্ত ইট গায়ে পড়ে মহিলা শ্রমিকের মৃত্যু, গুরুতর আহত ১

Last Updated:

ইটভাটায় কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময় কোনভাবে চুল্লিতে পোড়ানোর জন্য রাখা জ্বলন্ত ইটের পাঁজা শ্রমিকদের গায়ের উপর এসে পড়ে। সেই ইটের তলাতেই চাপা পড়ে যান শীলা হালদার ও মনোরঞ্জন মণ্ডল।

দক্ষিণ ২৪ পরগনা: ইট ভাটায় কাজের সময় চুল্লি থেকে উত্তপ্ত ইট গায়ের উপর পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক মহিলা শ্রমিকের। গুরুতর আহত আরও একজন। মৃতের নাম শীলা হালদার (৪৫)। এই ঘটনায় মনোরঞ্জন মণ্ডল (৬২) গুরুতর আহত হয়েছেন। রায়দিঘির ঘটনা।
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, ইটভাটায় কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময় কোনভাবে চুল্লিতে পোড়ানোর জন্য রাখা জ্বলন্ত ইটের পাঁজা শ্রমিকদের গায়ের উপর এসে পড়ে। সেই ইটের তলাতেই চাপা পড়ে যান শীলা হালদার ও মনোরঞ্জন মণ্ডল। জানা গিয়েছে, এই দু’জন চুল্লিতে মাটির ইট পোড়ানোর কাজ করছিলেন। সেই সময়ই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ছুটে এসে জ্বলন্ত ইট সরিয়ে এই দুই শ্রমিককে উদ্ধার করেন।
advertisement
advertisement
এরপর স্থানীয়দের তৎপরতাতেই শীলা হালদার ও মনোরঞ্জন মণ্ডলকে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা শীলা হালদারকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে গুরুতর আহত মনোরঞ্জন হালদারকে ডায়মন্ডহারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। রায়দিঘি গ্রামীণ হাসপাতাল সূত্রে খবর, জ্বলন্ত ইট গায়ে এসে পড়ার ফলে ওই দুই শ্রমিকেরই দেহের প্রায় ৫০% পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়দিঘি থানার পুলিশ। এই ঘটনার পরই ইট ভাটাটির বৈধ কাগজপত্র ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনা হল সুন্দরবন এলাকায় এমন বহু ইটভাটা আছে যাদের কোন‌ও বৈধ কাগজপত্র নেই। সম্পূর্ণ বেআইনিভাবে শ্রমিকদের নিরাপত্তাকে তুচ্ছ করে সেগুলো চলছে।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: চুল্লির জ্বলন্ত ইট গায়ে পড়ে মহিলা শ্রমিকের মৃত্যু, গুরুতর আহত ১
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement