Panchayat Election 2023: পাথুরে গ্রামের জল সঙ্কট মেটাতে অভিনব পদক্ষেপ! পাঁচ বছরের মার্কশিট কেমন পুরুলিয়ার এই গ্রামের

Last Updated:

পুরুলিয়া শহর থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত এই ছড়রা দুমদুমি পঞ্চায়েত। ৯ টি বড় গ্রাম নিয়ে গঠিত এই পঞ্চায়েত। প্রায় ১৩০০ ভোটার আছে।

+
title=

পুরুলিয়া: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব চলছে। আর তাকে কেন্দ্র করেই তেতে উঠেছে বাংলার রাজনীতি। বেশ কিছু জায়গা থেকে রাজনৈতিক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এরই মধ্যে নিউজ ১৮ লোকাল ঢুঁ মারল ছড়রা দুমদুমি পঞ্চায়েতে। গত পাঁচ বছরে সেখানে উন্নয়নের কাজ কেমন হয়েছে খোঁজ নিলাম আমরা।
পুরুলিয়া শহর থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত এই ছড়রা দুমদুমি পঞ্চায়েত। ৯ টি বড় গ্রাম নিয়ে গঠিত এই পঞ্চায়েত। প্রায় ১৩০০ ভোটার আছে। গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে গিয়ে জানা গেল, গত ৫ বছরে গ্রামের বেশিরভাগ মাটির রাস্তা পাকা হয়েছে। পানীয় জলের সমস্যাও মিটেছে অনেকটা। গোটা গ্রাম পাথুরে এলাকা হওয়ায় গ্রামের প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। বিকল্প হিসেবে জায়গায় জায়গা সোলার পাম্প বসিয়ে গ্রামের জলের সমস্যা দূর করার চেষ্টা হয়েছে।
advertisement
advertisement
পঞ্চায়েত এলাকার উন্নয়নমূলক কাজ প্রসঙ্গে উপপ্রধান মনোরঞ্জন দেওঘরিয়া বলেন, পঞ্চায়েতের ক্ষমতা অনুসারে ছড়রা পঞ্চায়েতে যথেষ্ট কাজ হয়েছে। যেটুকু কাজ বাকি আছে পথশ্রী প্রকল্পের মাধ্যমে তাও হয়ে যাবে। গ্রামে আরও কিছু নলকূপ বসানোর কাজ চলছে। পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজে মোটের উপর খুশি গ্রামবাসীরাও। যদিও এখানে বিরোধীপক্ষ যথেষ্ট শক্তিশালী। ফলে ভোটের ব্যালট বক্সে লড়াইটা বেশ জোরদার হবে বলেই মনে হয়।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Panchayat Election 2023: পাথুরে গ্রামের জল সঙ্কট মেটাতে অভিনব পদক্ষেপ! পাঁচ বছরের মার্কশিট কেমন পুরুলিয়ার এই গ্রামের
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement