South 24 Parganas News: নতুন নলকূপ না বসলে পঞ্চায়েত ভোট বয়কট হবে, হুঁশিয়ারি হরিপুরের বাসিন্দাদের

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনের আগে নতুন নলকূপ না বসালে ভোট বয়কটের হুঁশিয়ারি নামখানার হরিপুরের বাসিন্দাদের

+
বেহাল

বেহাল নলকূপের সামনে স্থানীয়রা 

দক্ষিণ ২৪ পরগনা: নামখানার হরিপুরে পানীয় জলের সমস্যায় জেরবার সাধারণ মানুষ। প্রায় পাঁচবছর ধরে এই সমস্যায় ভুগছে এলাকাবাসী। শীতে সমস্যা একটু কম হলেও আর কিছুদিনের মধ্যেই এসে পড়বে শুখা মরশুম। সে সময় পানীয় জলের সমস্যা ভয়ঙ্কর আকার ধারণ করে। বলতে গেলে গ্রামে প্রায় পানীয় জল পাওয়া যায় না।
স্থানীয় বাসিন্দারা জানান, এখন থেকেই পানীয় জলের স্তর অনেকটা কমে গেছে। গ্রামের নলকূপটিও খারাপ হয়ে পড়ে আছে। ফলে অসুবিধা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এই সমস্যার সমাধান না হলে পঞ্চায়েত ভোট বয়কট করার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, একাধিকবার নলকূপ সারানোর জন্য পঞ্চায়েতকে জানানো হয়েছে। কিন্তু কোনও কাজ হয়নি।
advertisement
advertisement
নামখানার হরিপুরের পানীয় জলের সমস্যার কথা অত্যন্ত পরিচিত। স্থানীয় প্রশাসনের সমস্ত কর্তাব্যক্তিই বোধহয় বিষয়টি জানেন। কিন্তু তবু জলের সমস্যা মেটেনি। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিবার ভোটের সময় এই নলকূপ সারানোর প্রতিশ্রুতি মেলে। করা হয় শিলান্যাস। কিন্তু নতুন নলকূপ আর তৈরি হয় না। সামনে আরও একটি পঞ্চায়েত ভোট। এবার ভোটের আগে নতুন নলকূপ না বসলে তারা ভোট বয়কট করবেন বলে এক কথায় জানিয়ে দিয়েছেন গ্রামবাসীরা।
advertisement
এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েতের শিল্প সঞ্চালক প্রধান লক্ষীকান্ত জানা জানান, এলাকার নলকূপটি খারাপ হয়ে থাকার বিষয়টি তিনি জানেন। শুধু হরিপুরে নয়, বিভিন্ন জায়গাতেই এই সমস্যা আছে। খুব দ্রুত এই সমস্যা সমাধানের কাজ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: নতুন নলকূপ না বসলে পঞ্চায়েত ভোট বয়কট হবে, হুঁশিয়ারি হরিপুরের বাসিন্দাদের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement